ইসরোর মুকুটে ফের সাফল্যের পালক
ইসরোর মুকুটে ফের সাফল্যের পালক। অন্ধ্রের শ্রীহরিকোটার সতীশ ধবন উত্ক্ষেপণ কেন্দ্র থেকে কার্টোস্যাট-টু সিরিজের উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল PSLV - C38 রকেট। এটি PSLV-র ৪০ তম উতক্ষেপণ। ৭১২ কেজির মূল উপগ্রহটি রিমোট সেন্সিং স্যাটেলাইট। এ ছাড়াও মহাকাশযানে ছিল ১৪টি দেশের ৩০টি উপগ্রহ। ইসরো জানিয়েছে, এর মধ্যে ২৯টি ন্যানো স্যাটেলাইট। বিদেশি উপগ্রহের বাণিজ্যিক উতক্ষেপণে বার বার নিজেই নিজের রেকর্ড ভেঙে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
ওয়েব ডেস্ক : ইসরোর মুকুটে ফের সাফল্যের পালক। অন্ধ্রের শ্রীহরিকোটার সতীশ ধবন উত্ক্ষেপণ কেন্দ্র থেকে কার্টোস্যাট-টু সিরিজের উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল PSLV - C38 রকেট। এটি PSLV-র ৪০ তম উতক্ষেপণ। ৭১২ কেজির মূল উপগ্রহটি রিমোট সেন্সিং স্যাটেলাইট। এ ছাড়াও মহাকাশযানে ছিল ১৪টি দেশের ৩০টি উপগ্রহ। ইসরো জানিয়েছে, এর মধ্যে ২৯টি ন্যানো স্যাটেলাইট। বিদেশি উপগ্রহের বাণিজ্যিক উতক্ষেপণে বার বার নিজেই নিজের রেকর্ড ভেঙে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
আরও পড়ুন, শ্রীনগরে বিবস্ত্র করে পিটিয়ে, পাথর দিয়ে থেঁতলে খুন ডেপুটি পুলিস সুপার