এবার নাসা`র পথে মঙ্গল অভিযানে ইসরো
এবার নাসা`র পদাঙ্ক অনুসরণ করে মঙ্গল-রহস্যভেদে সামিল হতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণাসংস্থা ইসরো। আগামী বছরের নভেম্বরে শ্রীহরিকোটা থেকে মঙ্গলের উদ্দেশে যাত্রা করবে একটি মহাকাশযান। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এবার নাসা`র পদাঙ্ক অনুসরণ করে মঙ্গল-রহস্যভেদে সামিল হতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণাসংস্থা ইসরো। আগামী বছরের নভেম্বরে শ্রীহরিকোটা থেকে মঙ্গলের উদ্দেশে যাত্রা করবে একটি মহাকাশযান। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আগামী সোমবারই মঙ্গলের মাটি ছোঁয়ার কথা মার্কিন মহাকাশ গবেষণাসংস্থা নাসা`র মহাকাশযান মার্স রোভার কিওরিওসিটি-র। মঙ্গলগ্রহে সুদুর অতীতে প্রাণ ছিল কিনা, সেই উত্তর খুঁজতেই নাসার এই অভিযান। সব কিছু ঠিক থাকলে, সোমবার লাল-গ্রহে অবতরণ করবে কিউরিওসিটি। গত নভেম্বরে মহাকাশে যাত্রা করেছিল এই রোভারটি। অনুমান রবিবার মধ্যরাতের মঙ্গলগ্রহের আবহাওয়া মণ্ডলে প্রবেশ করবে কিউরিওসিটি। তার ঠিক ৭ মিনিট পর মঙ্গলের মাটি স্পর্শ করবে নাসার যান। রোভারটি মঙ্গলগ্রহের মাটিতে পৌঁছে দেওয়ার জন্য একটি ৫২ ফুট ব্যাসের সুপারসনিক প্যারাশ্যুট তৈরি করেছেন নাসার বিজ্ঞানীরা। পরিকল্পনা অনুযায়ী মঙ্গলগ্রহের গেল ক্রেটারে অবতরণ করবে কিউরিওসিটি। মার্কিন মহাকাশ গবেষণাসংস্থার পথে হেঁটে মঙ্গল অভিযান শুরু করার লক্ষ্যে ইতিমধ্যেই ব্যস্ততা শুরু হয়েছে ইসরো`র বিজ্ঞানীমহলে।