'নরেন্দ্র মোদীর নয়, নীরব মোদীর গ্রেফতারের কৃতিত্ব ইংল্যান্ডের সংবাদমাধ্যমের'

টুইটে ওমর লেখেন, 'আমার অনুমান নীরব মোদীর গ্রেফতারি নরেন্দ্র মোদীর সাফল্য বলে প্রচার শুরু করবে বিজেপি। যদিও তাদের মনে রাখা উচিত নরেন্দ্র মোদী বা তাঁর তদন্তকারী সংস্থা নয়,

Updated By: Mar 20, 2019, 04:02 PM IST
'নরেন্দ্র মোদীর নয়, নীরব মোদীর গ্রেফতারের কৃতিত্ব ইংল্যান্ডের সংবাদমাধ্যমের'

নিজস্ব প্রতিবেদন: ভোটের বাজারে নীরব মোদীর গ্রেফতারির খবর ছড়াতেই শুরু হয়ে গেল রাজনীতি। বুধবার দুপুরে খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই টুইট করেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। নীরবের গ্রেফতারির পিছনে কেন্দ্রের কোনও কৃতিত্ব নেই বলে দাবি করেন তিনি। 

টুইটে ওমর লেখেন, 'আমার অনুমান নীরব মোদীর গ্রেফতারি নরেন্দ্র মোদীর সাফল্য বলে প্রচার শুরু করবে বিজেপি। যদিও তাদের মনে রাখা উচিত নরেন্দ্র মোদী বা তাঁর তদন্তকারী সংস্থা নয়, নীরব মোদীকে গ্রেফতার করিয়েছে দ্য টেলিগ্রাফ ও তার সাংবাদিক।' 

লন্ডনে গ্রেফতার আর্থিক তছরুপে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদী

 

ভারতীয় সময় বুধবার দুপুরে লন্ডনে গ্রেফতার করা হয় নীরব মোদীকে। ২০১৮-র জানুয়ারিতে পিএনবি দু্র্নীতি প্রকাশ্যে আসার পর থেকে ফেরার ছিলেন তিনি। তাঁকে দেশে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল মোদী সরকার। চলতি মাসের শুরুতে তাঁকে লন্ডনের রাস্তায় প্রকাশ্যে ঘুরতে দেখেন ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফের এক সাংবাদিক। নীরবকে ধাওয়া করে একাধিক প্রশ্নও করেন তিনি। তবে কোনও জবাব মেলেনি নীরব মোদীর তরফে। 

.