আজ সুপ্রিমকোর্টে আম্মার মামলা

আজ সুপ্রিম কোর্টে  উঠতে পারে জয়া আম্মার জামিনের আবেদনের মামলা। গত ১২ দিন ধরে জেলে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় জয়ললিতার চার বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল বেঙ্গালুরুর আদালত। জামিনের আবেদন জানিয়ে কর্ণাটক হাই কোর্টেও আবেদন করেন জয়ললিতা।

Updated By: Oct 10, 2014, 02:28 PM IST
আজ সুপ্রিমকোর্টে আম্মার মামলা

নয়াদিল্লি: আজ সুপ্রিম কোর্টে  উঠতে পারে জয়া আম্মার জামিনের আবেদনের মামলা। গত ১২ দিন ধরে জেলে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় জয়ললিতার চার বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল বেঙ্গালুরুর আদালত। জামিনের আবেদন জানিয়ে কর্ণাটক হাই কোর্টেও আবেদন করেন জয়ললিতা।

কিন্তু হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের বক্তব্য ছিল, দুর্নীতি মানবাধিকার লঙ্ঘনের সামিল। তা থেকেই অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়। জামিন দেওয়ার কোনও ভিত্তিই নেই। যদিও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, ক্ষমতার কোনওদিন অপব্যবহার করেননি তিনি।       

 

.