জগন রেড্ডির জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে জামিন খারিজ হয়ে যাওয়ায় আরও চার মাস জেলের ভিতরেই থাকতে হবে জগণ মোহন রেড্ডিকে। হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে বছর খানেক আগে রেড্ডিকে গ্রেফতার করে সিবিআই।
সুপ্রিম কোর্টে জামিন খারিজ হয়ে যাওয়ায় আরও চার মাস জেলের ভিতরেই থাকতে হবে জগণ মোহন রেড্ডিকে। হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে বছর খানেক আগে রেড্ডিকে গ্রেফতার করে সিবিআই।
এদিন ওয়াইএসআর কংগ্রেস প্রধানের জামিন খারিজ করে শীর্ষ আদালত আশঙ্কা প্রকাশ করে, রেড্ডিকে জামিন দিলে তদন্তে প্রভাব পরতে পারে। একসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আগামী চার মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
জগনের দুই সহযোগী বিজয় সাই রেড্ডি ও নিম্মাগাড্ডা রেড্ডির জামিনও নাকচ করে দিয়েছে আদালত। আগামী ৫ জুনের মধ্যে তাঁদের আত্মসমর্পন করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।