ভিডিয়ো: ফণির আশঙ্কা উড়িয়েই ভোরে জগন্নাথ মন্দিরে আরতি
ওডিশায় ফণির তাণ্ডবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৭।
নিজস্ব প্রতিবেদন: ফণি এগিয়ে আসার পূর্বাভাস ছিল। সেই পূর্বাভাস সত্যি করেই ভূভাগে ঢুকেছে ঘূর্ণিঝড়। কিন্তু সে কারণে বদলায়নি জগন্নাথ মন্দিরের নিয়ম। ভোরে নির্দিষ্ট সময়েই জগন্নাথ দেবের আরতি করলেন পূজারী।
ঠিক ভোর সাড়ে চারটেয় শুরু হয় জগন্নাথ দেবের আরতি। ঘূর্ণিঝড়ে ভ্রূকুটি উড়িয়ে জড়ো হন ভক্তরাও। তখনও বাইরে বইছে জোরাল হাওয়া।
Jai Baba Jagannatha...bless mankind. Save all.
The Puri Jagannatha Temple was opened up at 0430 hrs today . Pls have a live Darshan. Be blessed. pic.twitter.com/q7WLYZUqBR— Sergeant Bikash (@bikash63) May 3, 2019
বৃহস্পতিবার পুরীর জগন্নাথ মন্দিরের ঐতিহ্যবাহী পতাকা খুলে রাখার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ। টাঙানো হয় ছোট পতাকা। প্রবল ঝড়ে পতাকা উড়ে যাতে পারে সেই আশঙ্কাতেই খুলে ফেলা হয়। লাগানো হয় ছোট পতাকা। মন্দির কর্তৃপক্ষ জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত। ঝড়ে মন্দিরের চারপাশ লন্ডভন্ড হলেও অক্ষত জগন্নাথের ইমারত। ওডিশাবাসীদের বক্তব্য, এমন বহু বিপর্যয়ে কোনও ক্ষতি হয়নি জগন্নাথ মন্দিরের।
এদিন সকালে ওডিশার পুরীতে আছড়ে পড়ে ফণি। গতিবেগ প্রতি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের সম্মুখে যা এসেছে উড়ে গিয়েছে। রাস্তায় ভেঙে পড়েছে গাছ। ১২ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৭।
আরও পড়ুন- ফণির তাণ্ডবের পূর্বাভাস পেয়ে সৈকতমুখী হল না ওডিশার কচ্ছপরা?