ফের অস্বস্তিতে পদ্ম শিবির, প্রকাশ সিং বাদলের দাবি এনডিএ ক্ষমতায় এলে অরুণ জেটলি হবেন উপপ্রধানমন্ত্রী, ড্যামেজ কন্ট্রোলে স্বয়ং জেটলি

একের পর এক কাঁটায় বিদ্ধ পদ্মশিবির। দলের তিন বর্ষীয়ান নেতার পর অস্বস্তি বাড়াল দুই শরিক। প্রচারে বেরিয়ে শিরোমণি অকালি দল নেতা প্রকাশ সিং বাদল বলে বসেছেন, এনডিএ ক্ষমতায় এলে অরুণ জেটলি হবেন উপপ্রধানমন্ত্রী। অন্যদিকে, শিবসেনা প্রধানের তোপ, বিজেপিতে মোদী জমানা শুরু হয়েছে ঠিকই। কিন্তু তার মানে এই নয়, যে আডবাণীর গুরুত্ব কমে গিয়েছে।ভোটের মুখে একের পর এক বিদ্রোহে বেশ বেকায়দায় বিজেপি। রাখঢাক করেও ফাটলটা চাপা দিতে পারছেন না নরেন্দ্র মোদী, রাজনাথ সিংরা। সেই অস্বস্তিই কয়েকগুণ বাড়িয়ে দিল এনডিএ-র শরিক শিরোমণি অকালি দল। বলে বসলেন ভোটে জিতলে উপপ্রধানমন্ত্রী অথবা অর্থমন্ত্রী হতে পারেন অরুণ জোটলি।

Updated By: Mar 22, 2014, 10:59 PM IST

একের পর এক কাঁটায় বিদ্ধ পদ্মশিবির। দলের তিন বর্ষীয়ান নেতার পর অস্বস্তি বাড়াল দুই শরিক। প্রচারে বেরিয়ে শিরোমণি অকালি দল নেতা প্রকাশ সিং বাদল বলে বসেছেন, এনডিএ ক্ষমতায় এলে অরুণ জেটলি হবেন উপপ্রধানমন্ত্রী। অন্যদিকে, শিবসেনা প্রধানের তোপ, বিজেপিতে মোদী জমানা শুরু হয়েছে ঠিকই। কিন্তু তার মানে এই নয়, যে আডবাণীর গুরুত্ব কমে গিয়েছে।ভোটের মুখে একের পর এক বিদ্রোহে বেশ বেকায়দায় বিজেপি। রাখঢাক করেও ফাটলটা চাপা দিতে পারছেন না নরেন্দ্র মোদী, রাজনাথ সিংরা। সেই অস্বস্তিই কয়েকগুণ বাড়িয়ে দিল এনডিএ-র শরিক শিরোমণি অকালি দল। বলে বসলেন ভোটে জিতলে উপপ্রধানমন্ত্রী অথবা অর্থমন্ত্রী হতে পারেন অরুণ জোটলি।

বেগতিক দেখে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েন স্বয়ং অরুণ জেটলি।

কিন্তু, তাতে কতটা পলেস্তারা পড়ল ফাটলে? প্রথমবার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার হাতছানি। ইতিমধ্যেই শিবির বদল করে মোদী ঘনিষ্ঠ হয়েছেন অরুণ জেটলি। তার জেরেই নভজ্যোত্ সিং সিধুকে পিছনে ফেলে অমৃতসরের টিকিটটা পেয়ে গিয়েছেন। সেই সমীকরণ থেকেই কি প্রকাশ সিং বাদলের বেফাঁস মন্তব্য? ভোটের মুখে ইতিমধ্যেই কাঁটা হয়ে বিঁধে রয়েছেন লালকৃষ্ণ আডবাণী, মুরলি মনোহর যোশী, জসবন্ত সিংরা। সেই তালিকায় এবার নতুন সংযোজন প্রকাশ সিং বাদল আর শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। লালকৃষ্ণ আডবাণীর পাশে দাঁড়িয়ে বিজেপির অস্বস্তি বাড়াল শিবসেনা। বিজেপির লৌহপুরুষ কেন নিজের পছন্দমতো আসন থেকে লড়ার সুযোগ পাবেন না, দলীয় মুখপাত্র সামনায় এই প্রশ্ন তুলেছেন উদ্ধব।

ভোটের বাজারে এই সুযোগ হাতছাড়া করেনি কংগ্রেস।

ভোটের আগে ঘরে বাইরে বিদ্রোহের আগুনে কি জল ঢালতে পারবে বিজেপি?

.