যাত্রা শুরু করল ভারতের প্রথম বিলাবহুল ১৪ তলা প্রমোদতরী 'জলেশ'

প্রিমিয়াম প্রমোদতরীতে ভ্রমণের সুযোগ পেয়ে আপ্লুত যাত্রীরা। 

Updated By: Apr 18, 2019, 03:41 PM IST
যাত্রা শুরু করল ভারতের প্রথম বিলাবহুল ১৪ তলা প্রমোদতরী 'জলেশ'

নিজস্ব প্রতিবেদন: শুরু হল ভারতে 'কর্ণিকা'র প্রথম প্রমোদতরী জলেশের পরিষেবা। ১৪ তলার বিলাসতরীতে রয়েছে সব রকমের আন্তর্জাতিক সুযোগসুবিধা। সাত তারা হোটেলের মতোই সুবিধা মিলবে এই প্রমোদতরীতে। 

ভারতের প্রথম প্রমোদতরী ইতিমধ্যেই পরিষেবাপ্রদান করা শুরু করে দিয়েছে। বোধনে (প্রথম সফর) মুম্বই থেকে গোয়া পর্যন্ত যাত্রা করেছে কর্ণিকা। এরইসঙ্গে পর্যটনক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছল দেশ। প্রথম যাত্রার পর সন্তোষপ্রকাশ করেছেন যাত্রীরা। দারুণ অভিজ্ঞতা হয়েছে তাঁদের। জন্মদিন উদযাপনে প্রমোদতরীতে এসেছিলেন অক্ষতা মালি। তাঁর কথায়,''এবারের জন্মদিন উদযাপন চিরস্মরণীয় হয়ে থাকবে''। প্রিমিয়াম প্রমোদতরীতে ভ্রমণের সুযোগ পেয়ে আপ্লুত আর এক যাত্রী হিমাংশু পটেল। 

আরব সাগরে গোলাপি ও বেগুনি রঙের প্রমোদতরীর প্রথম যাত্রায় স্বর্গের উপলব্ধি করেছেন যাত্রীরা। ১৪ তলার প্রমোদতরীতে সব ধরনের বিলাসের আয়োজন রয়েছে। বহিরঙ্গের মতো প্রমোদতরীর ভিতরও তেমনই আকর্ষণীয়। দেশি-বিদেশি খানাপিনার ব্যবস্থাও রয়েছে। মনোরঞ্জনের জন্য রয়েছে ক্যাসিনো। দুটি বড় সুইমিংপুলও রয়েছে প্রমোদতরীতে। প্রমোদতরীতে রাত কাটবে একটি শহরে, সকালে উঠে যাত্রীরা দেখবেন আর একটি শহর। 

আরও পড়ুন- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তামিল তারকারা, দেখুন ছবিতে

.