ফোন করা যাবে বিনামূল্যে, প্রত্যেক জেলায় ৫০টি পিসিও খুলছে জম্মু-কাশ্মীর প্রশাসন
কয়েকদিন আগেই রাজ্যে পর্যটক আসার অনুমতি দিয়েছে প্রশাসন। মঙ্গলবার শ্রীনগরে এসে পৌঁছেছেন মহারাষ্ট্রের একদল পর্যটক
নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর মঙ্গলবারই উপত্যকায় ফিরেছে পোস্ট পেইড ফোনের পরিষেবা। এবার আরও বড় ঘোষণা করল জম্মু ও কাশ্মীর প্রশাসন।
আরও পড়ুন-ভোট দিতেই এলেন না বিজেপির কাউন্সিলররা, বিনা বাধায় নৈহাটি পুরসভা পুনর্দখল তৃণমূলের
প্রশাসনের পক্ষ থেকে কাশ্মীরের প্রতিটি জেলায় ৫০টি করে পিসিও চালু করা হবে। এইসব পিসিও থেকে বিনা খরচে ফোন করতে পারবেন উপত্যকায় মানুষজন। কোথায় বুথ খোলা হবে তাও ঠিক হয়ে গিয়েছে।
Jammu and Kashmir: Tour operators from Maharashtra visited Srinagar yesterday after government lifted travel advisory on Kashmir. Tourism Director, Kashmir, Nissar Ahmad Wani says, "We are trying to bring tourism in Kashmir back on track." pic.twitter.com/m65ck40VLT
— ANI (@ANI) October 16, 2019
কাশ্মীর ডিভিশনের কমিশনার বসির আহমেদ মঙ্গলবার সংবাদমাধ্যমে জানান, কোথায় ওইসব পিসিও বসানো হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে বিএসএনএলকে। শীঘ্রই ওইসব ফোন বুথ তৈরির কাজ শুরু করবে তারা। ওইসব ফোনবুথ থেকে বিনামূল্যে ফোন করতে পারবেন সাধারণ মানুষ।
আরও পড়ুন-বিশ্ব ক্ষুধা সূচকে পাকিস্তান ও বাংলাদেশের থেকেও পিছিয়ে ভারত
উল্লেখ্য, মঙ্গলবারই উপত্যকায় ফের চালু হয়েছে পোস্ট পেইড মোবাইল। তবে প্রি-পেইড মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা এখনও চালু করা হয়নি কাশ্মীরে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্যে পর্যটক আসার অনুমতি দিয়েছে প্রশাসন। মঙ্গলবার শ্রীনগরে এসে পৌঁছেছেন মহারাষ্ট্রের একদল পর্যটক। রাজ্যের পর্যটন দফতরের ডিরেক্টর নাসির ওয়ানি জানিয়েছেন, উপত্যকায় ফের যাতে পর্যটন পুরোদমে চালু হতে পারে সেই চেষ্টাই করে চলেছে প্রশাসন।