Jammu Blast: ড্রোন ব্যবহার করে IED বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির ছাদ
২ সন্দেহভাজন আটক, জঙ্গিযোগের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদন: বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু বিমানঘাঁটির (Jammu Airport) টেকনিক্যাল এলাকা। ড্রোন ব্যবহার করে আইইডি বিস্ফোরক (IED Blast) পোঁতা হয় বলে খবর পাওয়া গিয়েছে। ঘটনায় ২ সন্দেহভাজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত গোটা ঘটনায় জখম হয়েছেন ২ জন। ঘটনার তদন্তভার নিয়েছে NIA। যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বায়ুসেনা। সূত্রের খবর, রাত ১ টা বেজে ৪৫ মিনিট নাগাদ প্রথম বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে (Blast) উড়ে যায় বাড়ির ছাদ। পাঁচ মিনিটের ব্যবধানেই ড্রোন উড়িয়ে আরও একটি বিস্ফোরণ ঘটে। বায়ুসেনার বিমানঘাঁটির কাছেই বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে বায়ুসেনার উচ্চ-পর্যায়ের তদন্তকারী টিম।
Two drones were used to carry out the explosions near the Jammu air base: Sources pic.twitter.com/fzDYTSCRpX
— ANI (@ANI) June 27, 2021
আরও পড়ুন: Jammu Blast: কাকভোরে জম্মুর বিমানঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, গ্রেফতার ২ সন্দেহভাজন
দেশের অন্যান্য বিমানবন্দরের তুলনায় জম্মুর বিমানঘাঁটির নিরাপত্তা বেশি। তা সত্ত্বেও কীভাবে টেকনিক্যাল এলাকায় বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আটক ২ সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তাঁরা। ঘটনায় জঙ্গিযোগের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গোটা বিষয়টি খতিয়ে দেখছে বম্ব স্কোয়াডের টিমও।
আরও পড়ুন: 1st July থেকে DA বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের? কী জানাল অর্থমন্ত্রক?
A high-level investigation team of the Indian Air Force (IAF) to reach Jammu shortly. The possible target of the drones was the aircraft parked in the dispersal area: Sources pic.twitter.com/8JLKVP9dH5
— ANI (@ANI) June 27, 2021
প্রাক্তন সেনাকর্তা প্রবীর সান্যালের দাবি, 'বিস্ফোরণে পাকিস্তান যোগ থাকতে পারে। ড্রোনের মাধ্যমে নজরদারি সেনার র্যাডারে ধরা পড়ে না আর সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে জঙ্গিরা। ভারতের উচিত অবিলম্বে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।'
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)