মেঘ ভাঙা বৃষ্টিতে জম্মু-কাশ্মীরে মৃত ২, আহত ৪, নিখোঁজ ৩

জম্মু-কাশ্মীরের সোনমার্গে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু হল দুজনের। আহত কমপক্ষে চারজন। নিহতদের মধ্যে পনের বছরের এক কিশোরীও রয়েছে। নিখোঁজ তিনজন। 

Updated By: Jul 17, 2015, 01:15 PM IST
মেঘ ভাঙা বৃষ্টিতে জম্মু-কাশ্মীরে মৃত ২, আহত ৪, নিখোঁজ ৩

ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরের সোনমার্গে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু হল দুজনের। আহত কমপক্ষে চারজন। নিহতদের মধ্যে পনের বছরের এক কিশোরীও রয়েছে। নিখোঁজ তিনজন। 

উদ্ধার কাজে সেনা নামানো হয়েছে। পুলিস সূত্রে খবর মেঘ ফাটা বৃষ্টির জেরে হরকা বানে ভেসে যায় সোনমার্গের কুলান গ্রাম। ঘটনার পর থেকেই বন্ধ শ্রীনগর-লেহ হাইওয়ে। তবে নিরাপদ আছেন বালতাল ক্যাম্পের অমরনাথ যাত্রীরা। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলপ্রদেশের জনজীবনও। কুলুর সানঝাতে মেঘ ফেটে বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গত তিন দিন ধরে নাগারে বৃষ্টিতে কুলু, সিমলা, কিন্নর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে একাধিক গ্রাম। বিভিন্ন রাস্তা বন্ধ। সমস্যায় পড়েছেন পর্যটকরা। কিন্নরের কারছাম-ওয়াঙ্গটু এবং বাসপার জলবিদ্যুত্‍ প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দু দিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যজুড়ে সর্তকতা জারি হয়েছে। 

.