আক্রান্ত জম্মু-কাশ্মীরের আইনমন্ত্রী
জম্মু-কাশ্মীরের আইনমন্ত্রীর বাড়ির সামনে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। এই ঘটনায় মৃত্যু হয়েছে গুলজার আহমেদ নামে এক পুলিসকর্মীর। আরও দুই পুলিসকর্মী ও একজন স্থানীয় বাসিন্দাও আহত হয়েছেন এই গুলির লড়াইয়ে।
জম্মু-কাশ্মীরের আইনমন্ত্রীর বাড়ির সামনে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। এই ঘটনায় মৃত্যু হয়েছে গুলজার আহমেদ নামে এক পুলিসকর্মীর। আরও দুই পুলিসকর্মী ও একজন স্থানীয় বাসিন্দাও আহত হয়েছেন এই গুলির লড়াইয়ে। আইনমন্ত্রীর বাড়িতে রবিবার একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। সন্ধেয় আচমকা একদল জঙ্গি সেখানে পৌঁছে বাড়ির সামনে গুলিবর্ষণ শুরু করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তীরক্ষীরাও। দুহাজার পাঁচে জম্মু-কাশ্মীরের তত্কালীন শিক্ষামন্ত্রী গুলাম নবি লোনের ওপর জঙ্গিহামলা ও সেই ঘটনায় তাঁর মৃত্যুর পর, ফের কোনও মন্ত্রীর ওপর এত বড় হামলা চালাল জঙ্গিরা। এর আগে দুহাজার দুইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাক আহমেদ লোন ও দুহাজার সালে রাজ্যের বিদ্যুত্মন্ত্রী গুলাম হাসান ভাটেরও জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল। যদিও এদিনের ঘটনায় অক্ষত রয়েছেন আইনমন্ত্রী আলি মহম্মদ সাগর।