আজ থেকে লোকপাল সমীক্ষায় টিম আন্না

রবিবার থেকে দেশজুড়ে জনলোকপাল বিলের খসড়া সম্পর্কে আমজনতার মতামত সংগ্রহের কাজ শুরু করল টিম আন্না। প্রথম পর্যায়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে শুরু হল এই কাজ। প্রাক্তন বিজেপি সভাপতি রাজনাথ সিংয়ের লোকসভা কেন্দ্রে এক সপ্তাহ ধরে জনমত সংগ্রহের পর সোনিয়া গান্ধির কেন্দ্র রায়বরেলি এবং রাহুল গান্ধির লোকসভা কেন্দ্র আমেঠিতেও জনলোকপাল বিল নিয়ে জনগণের মতামত শুনবেন আন্না হাজারের সমর্থকরা।

Updated By: Oct 2, 2011, 04:20 PM IST

রবিবার থেকে দেশজুড়ে জনলোকপাল বিলের খসড়া সম্পর্কে আমজনতার মতামত সংগ্রহের কাজ শুরু করল টিম আন্না। প্রথম পর্যায়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে শুরু হল এই কাজ। প্রাক্তন বিজেপি সভাপতি রাজনাথ সিংয়ের লোকসভা কেন্দ্রে এক সপ্তাহ ধরে জনমত সংগ্রহের পর সোনিয়া গান্ধির কেন্দ্র রায়বরেলি এবং রাহুল গান্ধির লোকসভা কেন্দ্র আমেঠিতেও জনলোকপাল বিল নিয়ে জনগণের মতামত শুনবেন আন্না হাজারের সমর্থকরা। আগামী বছরের গোড়াতেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগে টিম আন্নার এই পদক্ষেপকে রাজনৈতিক ভাবে বিশেষ তাত্‍পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। লোকপালের আওতা ও নিয়োগ পদ্ধতি নিয়ে এখনও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্না এবং তাঁর অনুগামীদের যথেষ্ট মতভেদ রয়েছে। এই পরিস্থিতিতে মনমোহন সরকারের উপর চাপ বাড়াতেই প্রশান্ত ভূষণ, কিরণ বেদি, অরবিন্দ কেজরিওয়ালরা জনলোকপাল বিলের খসড়া নিয়ে জনতার দরবারে হাজির হচ্ছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

.