জল্পনা থেকেই গেল, দিল্লিতে জনতা পরিবারের বৈঠক ঠিক হল না মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম

ভোটে জিতলে বিহারের মুখ্যমন্ত্রী কে হবেন, জল্পনাটা থেকেই গেল। আজ দিল্লির বৈঠকে এ নিয়ে কোনও আলোচনা হয়নি বলে দাবি করলেন জনতা পরিবারের নেতারা।

Updated By: Jun 7, 2015, 07:41 PM IST
জল্পনা থেকেই গেল, দিল্লিতে জনতা পরিবারের বৈঠক ঠিক হল না মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম

ওয়েব ডেস্ক: ভোটে জিতলে বিহারের মুখ্যমন্ত্রী কে হবেন, জল্পনাটা থেকেই গেল। আজ দিল্লির বৈঠকে এ নিয়ে কোনও আলোচনা হয়নি বলে দাবি করলেন জনতা পরিবারের নেতারা।

তবে লালু-নীতীশের জোট এদিন চূড়ান্ত হয়েছে বলে জানান সমাজবাদী পার্টি নেতা রামগোপাল যাদব। দুই দলের আসন সমঝোতা চূড়ান্ত করতে ছয় সদস্যের কমিটিও তৈরি করা হয়েছে বলে জানান তিনি।  বিহারে মুখ্যমন্ত্রী পদ প্রার্থী নিয়ে লালু বনাম নীতীশের দ্বৈরথের জল্পনা কদিন ধরেই উঠে এসেছে সংবাদ মাধ্যমে। এদিন অবশ্য সেই জল্পনা উড়িয়ে দেন রামগোপাল যাদব।

অন্যদিকে জনতা পরিবারের বৈঠকের আগে এদিন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন নীতীশ কুমার। সামনেই বিহারের ভোট। সেখানে বিজেপির বিরুদ্ধে ময়দানে নামছে জনতা পরিবার।  লড়াইয়ে একজোট লালু-নীতীশ-মুলায়ম। মিলছে কংগ্রেসের সমর্থনেরও ইঙ্গিত। তবে ভোট ময়দানে কংগ্রেস আদৌ আসন সমঝোতায় যাবে কিনা তানিয়ে জল্পনা রয়েছে। রবিবার রাহুল-নীতীশ বৈঠকে সেই সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

 

 

 

.