দলকে বিড়ম্বনায় ফেলে নির্দল হয়ে বারমেড় থেকে জসবন্তের মনোনয়ন পেশ

বিজেপির কোনও চেষ্টাই কাজে এল না। দলের অস্বস্তি বাড়িয়ে আজ নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন জসবন্ত সিং। রাজস্থানের বারমেড় লোকসভা আসন থেকে ভোটে লড়বেন বিজেপির এই বিক্ষুব্ধ নেতা। শুরু থেকেই নিজের পছন্দের আসন বারমেড় আসনে প্রতিদ্বন্দ্বিতায় অনড় ছিলেন জসবন্ত সিং।

Updated By: Mar 24, 2014, 04:18 PM IST

বিজেপির কোনও চেষ্টাই কাজে এল না। দলের অস্বস্তি বাড়িয়ে আজ নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন জসবন্ত সিং। রাজস্থানের বারমেড় লোকসভা আসন থেকে ভোটে লড়বেন বিজেপির এই বিক্ষুব্ধ নেতা। শুরু থেকেই নিজের পছন্দের আসন বারমেড় আসনে প্রতিদ্বন্দ্বিতায় অনড় ছিলেন জসবন্ত সিং।

তাঁকে অবশ্য বারমেড় থেকে টিকিট দিতে রাজি হয়নি বিজেপি। দলের এই প্রবীণ নেতাকে শান্ত করতে বিকল্প প্রস্তাব দিয়েছিলেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। ভোটের পর পুষিয়ে দেবেন, দলের সভাপতির এই আশ্বাসে আরও ক্ষুব্ধ হন জসবন্ত। অবশেষে আজ বারমেড় থেকেই মনোনয়নপত্র জমা দিলেন তিনি।

নির্দল হয়ে লড়লেও এখনও দল ছাড়ার কথা ঘোষণা করেননি এই বিদ্রোহী নেতা। তবে জশবন্তের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নিচ্ছে না বিজেপি। শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন কিনা তা দেখেই সিদ্ধান্ত নেবে দল। তবে দলের কোনও সিদ্ধান্ত নিয়েই যে তিনি এখন ভাবতে নারাজ তা বুঝিয়ে দিয়েছেন জশবন্ত।

.