ছত্তীসগঢ়ে ৬ সহকর্মীকে গুলি করে আত্মঘাতী নদিয়ার জওয়ান, আশঙ্কাজনক ৩

নিজেদের  মধ্যে  কোনও বিষয় নিয়ে বিবাদের জেরেই নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে দেন ওই জওয়ান

Updated By: Dec 4, 2019, 01:26 PM IST
ছত্তীসগঢ়ে ৬ সহকর্মীকে গুলি করে আত্মঘাতী নদিয়ার জওয়ান, আশঙ্কাজনক ৩

নিজস্ব প্রতিবেদন: সহকর্মীদের ঘিরে ধরে গুলি। ঘটনাস্থলেই নিহত ৬ জওয়ান। আহত আরও ৩ জন।  গুলি করে আত্মঘাতী নদিয়ার জওয়ান।

আরও পড়ুন-কেজি ১৪০ টাকা, এর পরও পেঁয়াজের জোগানে ঘাটতি কলকাতার নামী বাজারে

বুধবার সকালে ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের নারায়ণপুর জেলায়। আইটিবিপি-এর ৪৫ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প ছিল নারায়ণপুরের কাদেনারে। সেখানেই সহকর্মীদের ওপরে নির্বাচারে গুলি চালিয়ে দেন  এক আইটিবিপি জওয়ান। পরে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি।  ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে নটা নাগাদ।

আরও পড়ুন-আগামী জুন মাস থেকেই চালু হচ্ছে ‘এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা’, জানিয়ে দিলেন রাম বিলাস পাসোয়ান

কী থেকে এমন ভয়ঙ্কর  ঘটনা?  নিজেদের  মধ্যে  কোনও বিষয় নিয়ে বিবাদের জেরেই নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে দেন ওই জওয়ান। তবে কী নিয়ে বিবাদ তা এখনও জানা যায়নি।  আহত জওয়ানদের চিতিত্সার জন্য কপ্টারে চড়িয়ে আনা হচ্ছে রায়পুরে।  তদন্তের জন্য ছত্তীসগঢ়  পুলিস ও সিআরপিএফ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

সূত্রের খবর, ওই জওয়ানের বাড়ি নদিয়ায়। নাম মাসুদুল রহমান। তাঁর গুলিতে মৃত্যু হয়েছে হেড কনস্টেবল মহেন্দ্র সিং(হিমাচলপ্রদেশ), কনস্টেবল দলজিত সিং(পঞ্জাব), কনস্টেবল সুরজিত সরকার(বর্ধমান), বিশ্বরূপ মাহতো(পুরুলিয়া) ও  বিজেশের(কেরল)।

.