Exclusive: 'বাংলার সংস্কৃতির ধারক আমরা, TMC নয়,' বহিরাগতর পাল্টা Nadda-র
বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত তকমায় বিঁধছে তৃণমূল।
নিজস্ব প্রতিবেদন: বাংলার সংস্কৃতির ধারক বিজেপিই। তৃণমূল নয়। বর্ধমানে রোড শো চলাকালীন 'বহিরাগত' নিয়ে শাসক দলকে পাল্টা দিলেন জেপি নাড্ডা (JP Nadda)। দাবি করলেন, বাংলার সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে বিজেপি (BJP)। তৃণমূল (TMC) নয়।
এ দিন বর্ধমান শহরে রোড শোয়ের মাঝে Zee ২৪ ঘণ্টাকে বিজেপির সর্বভারতীয় সভাপতি (JP Nadda) বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল কংগ্রেস (TMC) যে সংস্কৃতিতে বিশ্বাসী তা বাংলার নয়। এটা অরাজকতা, দুর্নীতি, চালচোর, ত্রিপল চোর ও কাটমানি সংস্কৃতি।' বাংলার সংস্কৃতির সঙ্গে বিজেপির (BJP) যোগসূত্র রয়েছে বলে দাবি করেন নাড্ডা (JP Nadda)। তাঁর কথা,'বাংলার সংস্কৃতির প্রতিনিধিত্ব করি আমরা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের জীবনকে অনুসরণ করি। বাংলার সংস্কৃতিকে আমরাই এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরাই এই সংস্কৃতির প্রকৃত ধারক। ওরা নয়।'
বাংলা জয়কে পাখির চোখ করেছে বিজেপি (BJP)। স্বাভাবিকভাবে ভোটে আগে তৎপরতা বেড়েছে গেরুয়া শিবির। সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন শাহ-নাড্ডা। ঘনঘন আসছেন কেন্দ্রীয় নেতারা। অমিত শাহ, জেপি নাড্ডারাও মাসে একবার অন্তত আসছেন। তা মোটেও ভাল চোখে দেখছে না শাসক দল। বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত তকমায় বিঁধছে তারা। দেশের প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী বহিরাগত? প্রশ্ন তুলেছে বিজেপি। এনিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন,'বাইরে থেকে যারা দাঙ্গা ছড়াচ্ছে, তারাই বহিরাগত।' এই বহিরাগত ইস্যুতে নয়া মাত্রা যোগ করলেন নাড্ডা। দাবি করলেন,'বাংলার সংস্কৃতির ধারক তৃণমূল নয়, বরং বিজেপি।'
আরও পড়ুন- 'বহিরাগত'র পাল্টা 'মা ভারতীর পুত্র', রবির নাইটহুড ত্যাগের কথা মনে করালেন Dhankhar