'বহিরাগত'র পাল্টা 'মা ভারতীর পুত্র', রবির নাইটহুড ত্যাগের কথা মনে করালেন Dhankhar
'মা ভারতীর সন্তানদের বহিরাগত বলা হচ্ছে, রক্তাক্ত হচ্ছে আমার হৃদয়,' বললেন রাজ্যপাল।
নিজস্ব প্রতিবেদন: বাংলার ভোট ময়দানে এখন 'বাহারি বনাম বাঙালি' রাজনীতি। বিজেপি নেতাদের বহিরাগত বলে দাগিয়ে দিচ্ছে তৃণমূল (TMC)। এই 'বহিরাগত' ইস্যুতে রবীন্দ্রনাথ ঠাকুরকে টেনে শাসক দলকে বিঁধলেন জগদীপ ধনখড়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল (West Bengal Governor) মনে করালেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ সবাই মা ভারতীর সুপুত্র।
এ দিন রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar) বলেন,'বাংলায় প্রতিদিন আমি সমৃদ্ধ হই। দেশের সাংস্কৃতিক কেন্দ্র বাংলা। সেখানে মা ভারতীর সন্তানদের বহিরাগত বলা হচ্ছে। রক্তাক্ত হচ্ছে আমার হৃদয়। পশ্চিমবঙ্গের বাসিন্দা না হওয়ায় মা ভারতীর সন্তানকে বহিরাগত বলা হচ্ছে।' বাংলার একাত্মীকরণের ঐতিহ্য বোঝাতে রবীন্দ্রনাথের প্রসঙ্গও টেনে এনেছেন ধনখড়। তাঁর কথায়,'জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর হাজার কিলোমিটার দূরে থেকে নাইটহুড উপাধি ছেড়েছিলেন রবীন্দ্রনাথ। কারণ আমরা মা ভারতীর পুত্র। কেউ বহিরাগত নই। অনুরোধ করছি, বিভেদ ছড়াবেন না। ভারতীয় সংবিধানের আত্মাই হল ঐক্য।'
এ দিনের বৈঠক প্রসঙ্গে জগদীপ ধনখড় বলেন,'কেন্দ্রীয় সরকারকে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে অবগত করাই আমার দায়িত্ব। আপনারা জানেন রাজ্যপালকে প্রতি মাসে রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠাতে হয়। ২০২১ সালে বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনের বছর। ২০১৮ পঞ্চায়েত ভোট ও ১৯ সালের লোকসভা ভোট সকলেই দেখেছেন। ভোটদাতারা আশঙ্কিত। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও একই কথা হয়েছে।'
আরও পড়ুন- Exclusive: 'বাংলার সংস্কৃতির ধারক আমরা, TMC নয়,' বহিরাগতর পাল্টা Nadda-র