বিতর্কিত বিমা বিল সংসদের সিলেক্ট কমিটিতে

বিরোধীদের চাপের কাছে অবশেষে নতি স্বীকার করল কেন্দ্র।বিতর্কিত বিমা বিল শেষপর্যন্ত  পাঠানো হল সংসদের সিলেক্ট কমিটিতেই। ক্ষমতায় আসার পর প্রথম বড় আর্থিক সংস্কারের লক্ষ্যে বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ উনপঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। সেই লক্ষ্যে সংসদের প্রথম অধিবেশনেই এই বিল পাস করাতে চাইছিল কেন্দ্র। কিন্তু, কংগ্রেসের দাবি ছিল বিলটি সিল্টেক্ট কমিটিতে পাঠানো হোক।

Updated By: Aug 14, 2014, 04:30 PM IST
বিতর্কিত বিমা বিল সংসদের সিলেক্ট কমিটিতে

নয়াদিল্লি: বিরোধীদের চাপের কাছে অবশেষে নতি স্বীকার করল কেন্দ্র।বিতর্কিত বিমা বিল শেষপর্যন্ত  পাঠানো হল সংসদের সিলেক্ট কমিটিতেই। ক্ষমতায় আসার পর প্রথম বড় আর্থিক সংস্কারের লক্ষ্যে বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ উনপঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। সেই লক্ষ্যে সংসদের প্রথম অধিবেশনেই এই বিল পাস করাতে চাইছিল কেন্দ্র। কিন্তু, কংগ্রেসের দাবি ছিল বিলটি সিল্টেক্ট কমিটিতে পাঠানো হোক।

তারপরও সরকার এই অধিবেশনেই বিল পাস করানোর সবরকম চেষ্টা চালাচ্ছিল।  কিন্তু, শেষপর্যন্ত সেই  প্রচেষ্টা ব্যর্থ হল। বিলটি পনেরো  সদস্যের সিলেক্ট কমিটিতেই পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

.