অপহরণের দেড় মাস পর উদ্ধার জুডিথ ডিসুজা
অপহরণের প্রায় দেড় মাস পর উদ্ধার হলেন কাবুলে অপহৃত কলকাতার তরুণী জুডিথ ডিসুজা। ঘটনার দিন, অর্থাত্ ৯ জুন রাতে এক বন্ধুর বাড়ি থেকে পার্টি সেরে ফেরার সময় অপহরণ করা হয় প্রিন্স আগা খান সংস্থার প্রজেক্ট ম্যানেজার জুডিথকে। কাবুলের কুখ্যাত তায়লা কুল্লা এলাকায় অপহরণ করা হয় তাঁর গাড়ি।
Updated By: Jul 23, 2016, 08:54 AM IST
)