বাতিল কালকা মেল, বিপাকে পড়লেন কলকাতার পর্যটকরা
হাওড়ামুখী ট্রেন আচমকা বাতিল হওয়ায় গতকাল রাতে হিমাচল প্রদেশের কালকা স্টেশনে বিপাকে পড়েন কলকাতার পর্যটকরা। সোমবার উত্তরপ্রদেশে মুরি এক্সপ্রেসে দুর্ঘটনার কবলে পড়ে। তারই জেরে বুধবার হাওড়ামুখী কালকা মেল বাতিল করা হয়। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত দিনেই ট্রেনটি ছাড়বে বলে পরে জানায় রেল।
ওয়েব ডেস্ক: হাওড়ামুখী ট্রেন আচমকা বাতিল হওয়ায় গতকাল রাতে হিমাচল প্রদেশের কালকা স্টেশনে বিপাকে পড়েন কলকাতার পর্যটকরা। সোমবার উত্তরপ্রদেশে মুরি এক্সপ্রেসে দুর্ঘটনার কবলে পড়ে। তারই জেরে বুধবার হাওড়ামুখী কালকা মেল বাতিল করা হয়। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত দিনেই ট্রেনটি ছাড়বে বলে পরে জানায় রেল।
সেইমতো গতকাল স্টেশনে আসেন তাঁরা। কিন্তু তখন রেলের তরফে ট্রেনটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়। একেবারে শেষমুহুর্তে রেলের ওই ঘোষণায় কলকাতার সত্তর জন পর্যটক ক্ষোভে ফেটে পড়েন। রাতভর স্টেশনে বিক্ষোভ দেখান তাঁরা। বিকল্প ব্যবস্থা করার দাবিতে ওই পর্যটকরা সকালে কালকা স্টেশনে রেল অবরোধ শুরু করেন। অবরোধে আটকে যায় শতাব্দী এক্সপ্রেস। অবরোধ তুলতে লাঠি চালায় পুলিস।