Karnataka Election results 2023: কার দখলে কর্নাটক? চলছে ভোটগণনা

২০১৮ বিধানসভা ভোটে দক্ষিণের এই রাজ্যে সরকার গড়েছিল কংগ্রেস-জেডিএস জোট। পরে অবশ্য সেই জোটে ফাটল ধরিয়ে সরকার গড়ে বিজেপি। আটটা বাজতেই শুরু ভোট গণনা। কেন্দ্র জুড়ে কড়া নিরাপত্তা। 

Updated By: May 13, 2023, 09:09 AM IST
Karnataka Election results 2023: কার দখলে কর্নাটক? চলছে ভোটগণনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কর্নাটকে কুর্সিতে কে? আজ বিধানসভা ভোটের ফল ঘোষণা। প্রাক নির্বাচনী সমীক্ষায় বলা হয়েছিল কর্নাটকে বিজেপি পক্ষে পাল্লা ভারী এবার। তবে জি নিউজ ও ম্য়াট্রিজের বুথ ফেরত সমীক্ষা বলছে অন্য কথা। কর্নাটক বিধানসভায় আসনসংখ্যা ২২৪। ম্যাজিক ফিগার ১১৩। ২০১৮ বিধানসভা ভোটে দক্ষিণের এই রাজ্যে সরকার গড়েছিল কংগ্রেস-জেডিএস জোট। পরে অবশ্য সেই জোটে ফাটল ধরিয়ে সরকার গড়ে বিজেপি। এবার কী হবে? 

বুথ ফেরত সমীক্ষা
----
জি নিউজ ও ম্য়াট্রিজ

কর্নাটকে বিজেপি পেতে পারে ৭৯-৯৪ আসন

কংগ্রেস-১০৩-১১৮ আসন

জেডিএস-২৫-৩৩ আসন

বিজেপি পেতে পারে ৩৬ শতাংশ ভোট। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪১ শতাংশ ভোট। অন্যদিকে ১৭ শতাংশ ভোট পেতে পারে জেডিএস।

আজ সকাল ৮ থেকে ভোটগণনা শুরু হবে। দুপুরে মধ্যে ভোটের ট্রেড মোটামুটি বোঝা যাবে বলে মনে করা হচ্ছে। কর্নাটক ভোট হয়েছে বুধবার। ভোটদানের হার ছিল ৭৩.১৯ শতাংশ৷

আরও পড়ুন, Karnataka Election results 2023: দক্ষিণের একমাত্র গড়ে গেরুয়া-পতনের ইঙ্গিত! কংগ্রেস ১০০ পার...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.