ইয়েদুরাপ্পার চাপে বদল হল কর্নাটকে মুখ্যমন্ত্রী

বি এস ইয়েদ্দুরাপ্পার চাপের কাছে অবশেষে নতিস্বীকার করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বর্ষীয়ান এই লিঙ্গায়েত নেতার দাবি মত, কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ইয়েদ্দুরাপ্পা অনুগামী জগদীশ শেট্টার।

Updated By: Jul 8, 2012, 06:25 PM IST

বি এস ইয়েদ্দুরাপ্পার চাপের কাছে অবশেষে নতিস্বীকার করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বর্ষীয়ান এই লিঙ্গায়েত নেতার দাবি মত, কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ইয়েদ্দুরাপ্পা অনুগামী জগদীশ শেট্টার। 
রবিবারেই বিজেপি সভাপতি নীতীন গড়কড়ির কাছে নিজের ইস্তফাপত্র পাঠান রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সদানন্দ গৌড়া। সেটি গৃহীত হয়েছে বলে জানান বিজেপি সভাপতি। নীতীন গড়করি বলেন, বিজেপির একজন অনুগত সৈনিক হিসেবে দলীয় নির্দেশের পালন করেছেন সদানন্দ গৌড়া। পদত্যাগের পর রাজ্য রাজনীতিতে তাঁর কী ভূমিকা হবে, তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি বিজেপির শীর্ষ নেতারা। তবে দলীয় সূত্রের খবর, সদানন্দ গৌড়াকে এবার রাজ্য সভায় পাঠানোর উদ্যোগ নেবে বিজেপি।
আগামী বুধবার কর্নাটকের রাজ্যপাল এইচ আর ভরদ্বাজের কাছে সরকারি ভাবে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন সদানন্দ গৌড়া। তারপরই নতুন সরকার গড়ার আবেদন জানাবেন জগদীশ শেট্টার।
কর্নাটকের রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার বেঙ্গালুরু যাচ্ছেন বিজেপি-র দুই শীর্ষ নেতা অরুণ জেটলি এবং রাজনাথ সিং। তাঁরা দলের সব বিধায়কদের সঙ্গে আলোচনায় বসবেন। দশ মাস বাদেই কর্নাটকে বিধানসভা নির্বাচন। তার আগে দলের অভ্যন্তরীণ ভাঙন রোধেই তড়িঘড়ি ফের রাজ্যে মুখ্যমন্ত্রী বদল ঘটালো বিজেপি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

.