Hijab Row: ধর্মাচরণে বাধ্যতামূলক নয় হিজাব, সরকারি নিষেধাজ্ঞাকেই মান্যতা কর্নাটক হাইকোর্টের
হিজাব মামলায় (Hijab Row) গুরুত্বপূর্ণ রায় দিল কর্নাটক হাইকোর্ট (Karnataka High Court)।
নিজস্ব প্রতিবেদন : ধর্মাচরণে হিজাব (Hijab) বাধ্যতামূলক অংশ নয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি (Educational Institutions) নিজস্ব পোশাক বিধি (Dress Code) লাগু করতেই পারে। হিজাব মামলায় (Hijab Row) গুরুত্বপূর্ণ রায় দিল কর্নাটক হাইকোর্ট (Karnataka High Court)। বহাল রাখল হিজাব পরার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা। শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করাকে চ্যালেঞ্জ জানিয়ে যে সকল আবেদন জমা পড়েছিল, তার সবই খারিজ করে দিয়েছে আদালত।
Karnataka High Court dismisses various petitions challenging a ban on Hijab in education institutions pic.twitter.com/RK4bIEg6xX
— ANI (@ANI) March 15, 2022
হিজাব মামলায় মূলত ৩টি প্রশ্নে এদিন আদালত তার স্পষ্ট পর্যবেক্ষণ জানিয়ে দেয়-
প্রশ্ন ১: অনুচ্ছেদ ২৫ অনুযায়ী হিজাব পরা কি ইসলামীয় ধর্মাচরণে বাধ্যতামূলক অংশ?
উত্তর: ইসলামীয় ধর্মাচরণে হিজাব পরিধান বাধ্যতামূলক কোনও অংশ নয়।
প্রশ্ন ২: স্কুলে নির্দিষ্ট পোশাক বিধি কি মৌলিক অধিকারকে খর্ব করে?
উত্তর: নির্দিষ্ট পোশাক বিধি মৌলিক অধিকারের একটি যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা।
প্রশ্ন ৩: সরকারের ৫ ফেব্রুয়ারি নির্দেশ কি সংবিধানের অনুচ্ছেদ ১৪ ও ১৫-কে ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করছে?
উত্তর: ৫ ফেব্রুয়ারির সরকারি নির্দেশকে বাতিল করার জন্য কোনও মামলা করা হয়নি।
স্বাভাবিকভাবেই আদালতের এই রায় আন্দোলনকারী পড়ুয়াদের কাছে বড় ধাক্কা। আদালতের এই রায়ে অখুশি হিজাব আন্দোলনকারীরা। উল্লেখ্য, আজ হিজাব মামলার রায় উপলক্ষে অশান্তি, গন্ডগোলের আশঙ্কায় আজ হিজাব বিতর্কের ভরকেন্দ্র উদুপিতে সমস্ত স্কুল, কলেজ বন্ধ। এর পাশাপাশি, বেঙ্গালুরুতেও এক সপ্তাহের জন্য বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ম্যাঙ্গালুরুতেও মঙ্গলবার ১৫ মার্চ থেকে শনিবার ১৯ মার্চ পর্যন্ত, ৫ দিন সমস্ত ধরনের বড় জমায়েত বন্ধ।
আরও পড়ুন, Hijab Row: 'সংবিধান অনুযায়ী নাকি কারও খেয়ালে দেশ চলবে তা ঠিক করতে হবে', হিজাব বিতর্কে মন্তব্য শাহ-র
Hijab Row: সংখ্যালঘুদের শিক্ষাকেন্দ্রে হিজাব-গেরুয়া শাল পরা যাবে না, নির্দেশ কর্নাটক আদালতের