Sukhdev Singh Gogamedi | Karni Sena: বাড়িতে বসেই গুলিতে ঝাঁঝরা কার্নি সেনার মাথা, বিতর্ক কখনও পিছু ছাড়েনি সুখদেবের
সুখদেব সিং গোগামেডি, লোকেন্দ্র সিং কালভির শ্রী রাজপুত কার্নি সেনার অংশ ছিলেন। তিনি সঞ্জয় লীলা বনসালির 'পদ্মাবত'-এর বিরুদ্ধে প্রতিবাদের নেতৃত্ব দিয়েছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণপন্থী দল শ্রী রাষ্ট্রীয় রাজপুত কার্নি সেনার সভাপতি সুখদেব সিং গোগামেডি মঙ্গলবার জয়পুরে অজ্ঞাত হামলাকারীদের গুলিতে নিহত হয়েছেন। পুলিস এই খবর জানিয়েছে। পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে শ্যাম নগর এলাকায়।
রাজস্থানের পুলিসেরর ডিরেক্টর জেনারেল (ডিজিপি) উমেশ মিশ্র বলেছেন প্রাথমিক ইনপুটগুলি থেকে মনে হচ্ছে যে চারজন লোক একটি বাড়িতে প্রবেশ করেছিল যেখানে গোগামেডি উপস্থিত ছিল এবং তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে গোগামেডির একজন নিরাপত্তা কর্মী ও অপর একজন আহত হয়েছেন।
একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজে, দুই ব্যক্তিকে গোগামেডির দিকে একাধিক গুলি চালাতে এবং দরজায় দাঁড়িয়ে থাকা অন্য একজনকে দেখা গিয়েছে।
VIDEO | CCTV footage shows two men firing multiple shots at Rashtriya Rajput Karni Sena president Sukhdev Singh Gogamedi and another man standing at the door.
Gogamedi died, while one of his security personnel and another person were injured in the firing.
(Disclaimer: PTI… pic.twitter.com/2W4TQely7C
— Press Trust of India (@PTI_News) December 5, 2023
সুখদেব সিং গোগামেডি কে?
সুখদেব সিং গোগামেডি লোকেন্দ্র সিং কালভির শ্রী রাজপুত কার্নি সেনার অংশ ছিলেন। এটি সঞ্জয় লীলা বানসালির 'পদ্মাবত'-এর বিরুদ্ধে প্রতিবাদের নেতৃত্ব দিয়েছিল। কিন্তু পরে এই গোষ্ঠীর সঙ্গে তাঁর বিরোধের পরে তার নিজস্ব কর্নি সেনা গঠন করেছিল।
দীপিকা পাড়ুকোন-অভিনীত 'পদ্মাবত' এবং গ্যাংস্টার আনন্দপাল এনকাউন্টার মামলার পরে রাজস্থানে বিক্ষোভের কারণে গোগামেডি লাইমলাইটে এসেছিলেন। এসব ঘটনা নিয়ে তার অনেক ভিডিয়ো ভাইরালও হয়েছে।
আরও পড়ুন: Kamal Nath | Madhya Pradesh: বিলম্বিত বোধোদয়? ভরাডুবির পর কমল নাথকে দায়িত্ব থেকে সরাচ্ছে কংগ্রেস!
মঙ্গলবার, জয়পুরের পুলিস কমিশনার বিজু জর্জ জোসেফ পিটিআইকে জানিয়েছেন যে গোগামেডিকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তাঁর মৃত্যু হয়।
প্রাক্তন রাজপুত কার্নি সেনার রাজ্য সভাপতি অজিত সিং মামদোলি বলেছেন, তিন থেকে চারজন লোক সুখদেব সিং গোগামেডির বাড়িতে এসে নিরাপত্তারক্ষীদের বলেছিল যে তারা তার সঙ্গে দেখা করতে চায়। গার্ড তাদের ভিতরে নিয়ে যায় এবং চা খাওয়ার পর তারা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর সদস্য রোহিত গোদারা কাপুরীসার গোগামেডিকে হত্যার দায় স্বীকার করেছে। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে হত্যার দায় স্বীকার করেন রোহিত।
কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন যে তিনি এই ঘটনায় হতবাক। তিনি বলেন, ‘আমি পুলিস কমিশনারের সঙ্গে কথা বলেছি এবং তাকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে বলেছি’। তিনি বলে, রাজ্যকে অপরাধমুক্ত করা বিজেপি সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে যা শীঘ্রই শপথ নেবে। সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেসকে হারিয়েছে বিজেপি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)