মারানদের পাশে দাঁড়ালেন করুণানিধি
শেষ পর্যন্ত নিরবতা ভেঙে সিবিআই-এর জালে পড়া দুই নাতির পাশে দাঁড়ালেন মুথুভেল করুণানিধি।
শেষ পর্যন্ত নিরবতা ভেঙে সিবিআই-এর জালে পড়া দুই নাতির পাশে দাঁড়ালেন মুথুভেল করুণানিধি। মঙ্গলবার মিডিয়ার মুখোমুখি হয়ে অশীতিপর ডিএমকে সুপ্রিমো অভিযোগ জানান, সিবিআই-এর ষড়যন্ত্রের শিকার হয়েছে মারান পরিবার। সোমবার ২০০৭-০৭ সালের স্পেকট্রাম বণ্টন দুর্নীতির দায়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দয়ানিধি মারান এবং তাঁর ভাই, সান টিভির কর্ণধার কলানিধি মারানের একাধিক বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় সিবিআই। করুণানিধির প্রয়াত ভাগ্নে মুরাসলি মারানের দুই ছেলের বিরুদ্ধে এফআইআর`ও দায়ের করা হয়। কিন্তু করুণানিধি বা তাঁর দলের তরফে এই ঘটনার প্রতিবাদ করা হয়নি। ফলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়, তিহার-বন্দি কন্যা কানিমোলির জামিনের জন্য কেন্দ্রের সঙ্গে গোপন ডিল করেছেন কলাইঙ্গার। এদিন অবশ্য সেই জল্পনা উড়িয়ে দিয়ে করুণা দাবি করেন, তাঁর কাছে কানিমোলি এবং দয়ানিধি-কলানিধির মধ্যে কোনও ফারাক নেই। তবে টুজি কাণ্ডে
মারান ভাইদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা ও সিবিআইয়ের তল্লাসিকে গুরুত্ব দিতে চাননি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। মঙ্গলবার এডিএমকে সুপ্রিমো জানান, আসল ঘটনা আড়াল করতেই
দয়ানিধি ও কলানিধির বিরুদ্ধে তল্লাসির ভান করেছে সিবিআই।