৩৭০ ধারাকে হাতিয়ার করে জম্মু-কাশ্মীরকে লুঠ করেছে ৩ পরিবার, এক্ষুনি বাতিল করা উচিত
কেন্দ্র বিপুল টাকা দিয়েছে তার পরেও কেন রাজ্যের এই হাল তা জবাব দিক সেখানকার নেতারা
নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরের ভারতভুক্তির সঙ্গে ৩৭০ ধারার কোনও সম্পর্কে নেই। এটি একটি অস্থায়ী ব্যবস্থা। রাজ্যসভায় তুমুল হট্টগোলের মধ্যে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুন-নাসার মার্স রোভারে চড়ে মঙ্গল গ্রহে পৌঁছাবে আপনার নাম! কী ভাবে জানেন?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীরের ভারতভূক্তির সঙ্গে ৩৭০ ধারার কোনও সম্পর্ক নেই। কাশ্মীরের রাজা হরি সিং ভারত সরকারের সঙ্গে চুক্তি করে ভারতে যোগ দেন ১৯৪৭ সালের ২৭ অক্টোবর। ৩৭০ ধারা এসেছে ১৯৫৪ সালে। বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলছেন ৩৭০ ধারার মাধ্যমে কাশ্মীর ভারতের সঙ্গে যোগ দিয়েছে। এটি সত্যি নয়।
আরও পড়ুন-কাশ্মীর নিয়ে উত্কন্ঠার মধ্যেই লোক কল্যাণ মার্গে জরুরি বৈঠকে নরেন্দ্র মোদী!
অমিত শাহ আরও বলেন, ৩৭০ ধারাকে ঢাল করে জম্মু ও কাশ্মীরকে দিনের পর দিন লুঠ করেছে তিনটি পরিবার। কেন্দ্র বিপুল টাকা দিয়েছে তার পরেও কেন রাজ্যের এই হাল তা জবাব দিক সেখানকার নেতারা। এই ধারা বিলোপ করতে এক সেকেন্ডও দেরি করা উচিত নয়। এনিয়ে সংসদে বিতর্ক হওয়া উচিত। বিরোধীদের সব প্রশ্নের উত্তর আমরা দেব।