রহস্যজনক বন্দুকবাজদের হাতে ফের হত্যা কাশ্মীরে, খুন হলেন এক প্রাক্তন জঙ্গি
উত্তর জম্মু-কাশ্মীরের সোপোরে খুন হলেন এক প্রাক্তন জঙ্গি। এই নিয়ে উপত্যকায় রহস্যজনক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে খুন হলেন ৬জন।
![রহস্যজনক বন্দুকবাজদের হাতে ফের হত্যা কাশ্মীরে, খুন হলেন এক প্রাক্তন জঙ্গি রহস্যজনক বন্দুকবাজদের হাতে ফের হত্যা কাশ্মীরে, খুন হলেন এক প্রাক্তন জঙ্গি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/06/15/39064-millitant.jpg)
ওয়েব ডেস্ক: উত্তর জম্মু-কাশ্মীরের সোপোরে খুন হলেন এক প্রাক্তন জঙ্গি। এই নিয়ে উপত্যকায় রহস্যজনক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে খুন হলেন ৬জন।
সন্দেহজনক জঙ্গিরা এই সপ্তাহে শুধু বারামুল্লা জেলায় ৪জনকে খুন করেছে।
প্রাক্তন জঙ্গি এজাজ আহমেদ রেশকে সোপোরের মুন্দজি অঞ্চলে গুলি করে খুন করা হয়েছেন।
রবিবার, আর এক প্রাক্তন জঙ্গি মাইরাজ-উল-দিন দরকে সোপোরের বাদামি বাগে তাঁর দোকানেই গুলি করা হয়। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া। সেখানেই তিনি মারা যান।
দর জেকেএলএফ-এর প্রাক্তন সদস্য ছিলেন। বর্তমানে তিনি একটি পোল্ট্রি ফার্ম চালাচ্ছিলেন।
গত ২৫ মে এক বিএসএনএল কর্মীর খুন দিয়ে এই হত্যাকাণ্ড শুরু হয়। সোমবার সংখ্যাটা ৬ ছুঁল।
অনামী জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-ইসলাম এই খুনগুলির দায় স্বীকার করেছে বলে সূত্রে খবর।