‘শুরু হল কাশ্মীর সমস্যা সমাধানের প্রক্রিয়া’, মন্তব্য অনুপম খেরের

শুক্রবার থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের পরিস্থিতি

Updated By: Aug 5, 2019, 08:14 AM IST
‘শুরু হল কাশ্মীর সমস্যা সমাধানের প্রক্রিয়া’, মন্তব্য অনুপম খেরের

নিজস্ব প্রতিবেদন: উত্তেজনায় প্রহর গুণছে কাশ্মীর। রাজ্যের অধিকাংশ জায়গায় জারি ১৪৪ ধারা, বন্ধ মোবাইল-ইন্টারনেট পরিষেবা, গৃহবন্দি রাজ্যের অধিকাংশ নেতা। মোতায়েন করা হয়েছে বিপুল কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে কেন্দ্র কী করতে চায় তা স্পষ্ট নয় কারও কাছেই। এরকম এক অবস্থায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলে অভিনেতা অনুপম খের।

আরও পড়ুন-বেলঘড়িয়ায় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু! অভিযোগের আঙুল শ্বশুরবাড়ির দিকে 

রবিবার গভীর রাতে বলিউডের অভিনেতা মন্তব্য করেন, ‘কাশ্মীর সমস্যার সমাধান শুরু হয়েছে।’ তবে কী সেই সমাধান তা স্পষ্ট করেননি খের।

শুক্রবার থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের পরিস্থিতি। অমরনাথ যাত্রীদের ওপরে জঙ্গি হামলার আশঙ্কায় তাদের ফিরে আসার নির্দেশিকা জারি করে রাজ্য প্রশাসন। রাজ্যে আগত পর্যটকদের ফিরে যেতে বলা হয়। হোটেলগুলিকে খালি করে দিতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি রাজ্যে অতিরিক্ত ৩৫০০০ আধাসেনা পাঠানোর কথা বলা হয়। কিন্তু কেন এত সাজসাজ রব তা স্পষ্ট নয় কারও কাছেই।

আরও পড়ুন-ডাকওয়ার্থ লুইস নিয়মে দ্বিতীয় ম্যাচে জয়! টি-টোয়েন্টি সিরিজ টিম ইন্ডিয়ার

বিভিন্ন ইস্যুতে বহুবার প্রধানমন্ত্রীকে ও বিজেপিকে সমর্থন করেছেন অনুপম খের। লোকসভায় বিপুল ভোটে বিজেপি ফের ক্ষমতায় আসার পর অনুপম খের মন্তব্য করেন, গোটা দেশ এখন মোদীর পাশে। এটা কোনও ছোটখাটো জনসমর্থন নয়। বিরোধীদের উচিত এই সরকারকে ঠিকঠাক কাজ করতে দেওয়া। পাশাপাশি তাঁর আরও মত হল কাশ্মীর সমস্যা সমাধানের একমাত্র পথ হল ৩৭০ ধারা তুলে দেওয়া।

উল্লেখ্য, কোনও কোনও মহলে জল্পনা, ৩৫এ ধারা তুলে দিতে চায় কেন্দ্র। এনিয়েই সম্ভবত কোনও ঘোষণা হতে পারে। তবে বিষয়টি নিয়ে কোনও মহল থেকেই কোনও মন্তব্য পাওয়া যায়নি।

.