Petrol Diesel Price: বাজেটের পরই কমছে পেট্রোল-ডিজেলের দাম! কম হচ্ছে ট্যাক্সের হারও

Dec 29, 2024, 18:57 PM IST
1/5

সিআইআই

সিআইআই

কেন্দ্র সরকারের কাছে গুরুত্বপূর্ণ আবেদন করল কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিস বা সিআইআই। সংগঠনের আবেদন সাধারণ মানুষের উপর থেকে করের বোঝা কমান। পাশাপাশি পেট্রোল-ডিজেলের উপর থেকে এক্সাইজ ডিউটি কম করুন। এতে দেশের অর্থনীতিতে গতি আসবে।

2/5

পেট্রোল-ডিজেল

পেট্রোল-ডিজেল

সিআইএআইয়ের মতে জ্বালানীর দাম কম করা উচিত। কারণ জ্বালানীর বাড়তি দামের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রতিটি পরিবারের ক্রয় ক্ষমতা কমছে।

3/5

এক্সাইজ ডিউটি

এক্সাইজ ডিউটি

কেন্দ্রের যে মোট এক্সাইজ ডিউটি তা হল পেট্রোলের মোট দামের ২১ শতাংশ ও  ডিজেলের দামের ১৮ শতাংশ। ২০২২ সালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪০ শতাংশ কমলেও জ্বালানীর দাম কমেনি। সিআইআই বলছে, এক্সাইজ  ডিউটি কম করলে মূদ্রাস্ফিতি কমবে।  

4/5

কর

কর

সিআইআইয়ের তরফে বলা হয়েছে ব্যক্তিগত ক্ষেত্রে সর্বোচ্চ কর ৪২.৭৪ শতাংশ। অন্যদিকে, করপোরেট কর ২৫.১৭ শতাংশ। এই দুটি করের হার অনেকটাই বেশি।

5/5

বাজেট ২৫-২৬

বাজেট ২৫-২৬

সূত্রের খবর, এবার বাজেটে ব্যক্তিগত কর কম করা হতে পারে। জ্বালানির দামও কম করার কথা বিবেচনা করতে পারে মোদী সরকার।