মোবাইল চার্জারের তার মুখে দিতেই মৃত্যু হল দেড় বছরের শিশুর
খেলতে খেলতে চার্জারের তার মুখে দিতেই জ্ঞান হারায় শিশুটি। তাকে নিয়ে দ্রুত হাসপাতালে রওনা দেন অভিভাবকরা। পথেই মৃত্যু হয় শিশুটির।
নিজস্ব প্রতিবেদন: মুহূর্তের অসাবধানতায় মৃত্যু হল ফুটফুটে একটা শিশুর। মোবাইল ফোনের তার মুখে দিতেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দেড় বছরের শিশুপুত্রটির। ঘটনা উত্তর প্রদেশের বুলন্দশহরের।
বুলন্দশহরের জাহাঙ্গিরাবাদের লোধান এলাকার বাসিন্দা ওই পরিবারের তরফে জানা গিয়েছে, রমজান উপলক্ষে দিল্লি থেকে বাপের বাড়ি ফিরেছিল আহমেদ হোসেনের মেয়ে রাজিয়া। শুক্রবার তাঁর দেড় বছরের শিশুপুত্র শহওয়র খাটের ওপর বসে মোবাইল ফোনের চার্জার নিয়ে খেলছিল। স্যুইচ বোর্ডে প্লাগে গোঁজা ছিল চার্জারের অপর প্রান্ত।
রেড কার্পেটের অভ্যর্থনায় ভোট দিলেন দেশের ‘প্রথম’ ভোটার
খেলতে খেলতে চার্জারের তার মুখে দিতেই জ্ঞান হারায় শিশুটি। তাকে নিয়ে দ্রুত হাসপাতালে রওনা দেন অভিভাবকরা। পথেই মৃত্যু হয় শিশুটির।
ঘটনায় শোক নেমেছে এলাকায়, মুহূর্তের অসাবধানতায় এই মৃত্যু মানতে পারছেন পরিজন থেকে পড়শিরা।