ফাঁসিই হচ্ছে নিঠারিকাণ্ডে অভিযুক্ত সুরিন্দর সিং কোহলির
অবশেষে ফাঁসি হতে চলেছে নিঠারিকাণ্ডে দোষী সাব্যস্ত সুরিন্দর সিং কোহলির। বুধবারই কোহলির মৃত্যুদণ্ড কার্যকর করতে পরোয়ানা জারি করেছে গাজিয়াবাদ সেশন কোর্ট। বিয়াল্লিশ বছরের সুরিন্দর সিংয়ের ফাঁসির বন্দোবস্ত করতে পরোয়ানাটি উত্তরপ্রদেশ সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
লখনউ: অবশেষে ফাঁসি হতে চলেছে নিঠারিকাণ্ডে দোষী সাব্যস্ত সুরিন্দর সিং কোহলির। বুধবারই কোহলির মৃত্যুদণ্ড কার্যকর করতে পরোয়ানা জারি করেছে গাজিয়াবাদ সেশন কোর্ট। বিয়াল্লিশ বছরের সুরিন্দর সিংয়ের ফাঁসির বন্দোবস্ত করতে পরোয়ানাটি উত্তরপ্রদেশ সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এর আগে কোহলির প্রাণভিক্ষা আর্জি খারিজ করতে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এরপরই সাতাশে জুলাই কোহলির প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পাঁচটি মামলায় দোষী সাব্যস্ত হলেও নিঠারিকাণ্ডে কোহলির বিরুদ্ধে আরও ষোলোটি খুনের অভিযোগ রয়েছে। সেই সব মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোহলির ফাঁসি আদৌ হবে কি তা নিয়ে বিভিন্ন মহলে সন্দেহ দেখা দিয়েছিল। বুধবার গাজিয়াবাদ সেশন কোর্টের নির্দেশ সেই সন্দেহ দূর করে দিল