কলকাতা থেকে দিল্লি

বারোই ডিসেম্বর, উনিশশো এগারো। আজ থেকে ঠিক একশো বছর আগে এই আজকের দিনই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানাস্থরিত করার ঘোষণা করেন সম্রাট পঞ্চম জর্জ।

Updated By: Dec 12, 2011, 09:46 AM IST

বারোই ডিসেম্বর, উনিশশো এগারো। আজ থেকে ঠিক একশো বছর আগে এই আজকের দিনই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানাস্থরিত করার ঘোষণা করেন সম্রাট পঞ্চম জর্জ। একই সঙ্গে ঘোষণা হয় বঙ্গভঙ্গ রদের। তারপর এই একশো বছরে গঙ্গা-যমুনায় অনেক জল বয়ে গেছে। রাজধানী স্থানান্তরের আর্থ-সামাজিক-রাজনৈতিক প্রভাব পড়েছে কলকাতা-দিল্লির উপর। ফিরে দেখা যাক একশো বছর আগের সেই দিন এবং তার ইতিহাস।

.