মুম্বইয়ে কুমারী পুজো, মহাষ্টমীতে জমজমাট রাজধানী

অষ্টমীর সকালে মুম্বইয়ের পুজোর প্রধান আকর্ষণ কুমারী পুজো। মহাষ্টমীতে জমজমাট রাজধানী দিল্লির পুজোও। আজ সোমবার হলেও সকাল থেকেই অঞ্জলি দেওয়ার ভিড়। দিল্লির চিত্তরঞ্জন পার্ক শিবমন্দির এলাকার পুজো। দিল্লিতে অনেক পুজো হলেও চিত্তরঞ্জন পার্ক শিবমন্দিরের পুজোয় সাবেকি ছোঁয়া রয়েছে। প্রথা মেনে পুজো চলছে এই মণ্ডপে। মণ্ডপের বাইরে বেশ বেশ ভিড়।

Updated By: Oct 22, 2012, 11:38 AM IST

মহাষ্টমীতে জমজমাট রাজধানী দিল্লির পুজোও। আজ সোমবার হলেও সকাল থেকেই অঞ্জলি দেওয়ার ভিড়। দিল্লির চিত্তরঞ্জন পার্ক শিবমন্দির এলাকার পুজো। দিল্লিতে অনেক পুজো হলেও চিত্তরঞ্জন পার্ক শিবমন্দিরের পুজোয় সাবেকি ছোঁয়া রয়েছে। প্রথা মেনে পুজো চলছে এই মণ্ডপে। মণ্ডপের বাইরে বেশ বেশ ভিড়।
অন্যদিকে, মুম্বইয়ের খার অঞ্চলের রামকৃষ্ণ মিশনের পুজো হয় বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। দেশের বাকি রামকৃষ্ণ মিশনগুলির মতোই, অষ্টমীর সকালে এখানকার প্রধান আকর্ষণ কুমারি পুজো। এবারও প্রথা মেনে অষ্টমীর সকালে এখানে মাতৃজ্ঞানে পুজো করা হল এক বালিকাকে। সাধারণ ভক্তের পাশাপাশি এবার খারের রামকৃষ্ণ মিশনের পুজোয় ভিড় জমিয়েছেন বহু সেলিব্রিটিও। পুজোর চারটি দিন মুম্বইয়ের বহু বিশিষ্ট মানুষের সমাগম হয় খারের রামকৃষ্ণ মিশনে। 

.