মাইনে চাওয়ার `অপরাধে` হাত কেটে নেওয়া হল শ্রমিকের
নিজের জমে থাকা প্রাপ্য মাইনের দাবি জানানোর `অপরাধে` হাত খোয়াতে হল এক শ্রমিককে! ঝাড়খণ্ডের গারবা প্রদেশের ঘটনা এটি। মঙ্গলবার ঝাড়খণ্ড পুলিস সূত্রে খবরটি প্রথম প্রকাশ্যে আসে।
নিজের জমে থাকা প্রাপ্য মাইনের দাবি জানানোর `অপরাধে` হাত খোয়াতে হল এক শ্রমিককে! ঝাড়খণ্ডের গারবা প্রদেশের ঘটনা এটি। মঙ্গলবার ঝাড়খণ্ড পুলিস সূত্রে খবরটি প্রথম প্রকাশ্যে আসে।
গারবা প্রদেশের সুখান্ডি গ্রামের আলিয়ার রাজওয়ার একটি স্থানীয় দেশী মদের দোকানে কাজ করতেন। গত এক বছরে তাঁর ১০ হাজার টাকা মাইনে বাকি ছিল। গত শনিবার আলিয়ার দোকানের মালিক লাল মনির কাছে তাঁর বাকি টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানান। কিন্তু এই কথায় অগ্নিশর্মা হয়ে ওঠেন মনি। আলিয়ারের বাঁ হাতটি ছুরি দিয়ে কেটে দেন তিনি। এরপর মনি আর তাঁর সঙ্গীরা রক্তাত আলিয়ারকে পাশের রেল লাইনের উপর ফেলে দিয়ে আসেন।
স্থানীয় বাসিন্দারা রেললাইনে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা আলিয়ারকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে তাঁকে রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সাইন্সে স্থানান্তরিত করা হয়।
গ্রামবাসীদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে মনি সহ আরও ২ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় মাঝহেয়ন পুলিস থানায়। পুলিস অভিযুক্ত ৩ জনের মধ্যে সোমবার একজনকে গ্রেপ্তার করলেও এখনও পর্যন্ত তার সঠিক পরিচয় জানা যায়নি।