চরবৃত্তির চেষ্টা! লাদাখে গুরুত্বপূর্ণ নথি-সহ পাকড়াও চিনা ফৌজি

পিএলএ-র তরফে ওই সেনাকে কোথায় রাখা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে

Updated By: Oct 19, 2020, 04:03 PM IST
চরবৃত্তির চেষ্টা! লাদাখে গুরুত্বপূর্ণ নথি-সহ পাকড়াও চিনা ফৌজি

নিজস্ব প্রতিবেদন: লাদাখে উত্তেজনার মধ্যেই ভারতীয় সেনার হাতে ধরা পড়ল এক চিনা সেনা জওয়ান। এলএসি পেরিয়ে সে ঢুকে পড়েছিল ভারতীয় সীমানায়।

সোমবার বেশকিছু সামরিক নথি-সহ তাকে লাদাখের ডেমচক এলাকায় পাকড়াও করে ভারতীয় সেনা। সংবাদমাধ্যমের খবর, প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই চিনা ফৌজির নাম ওয়াং ইয়া লং।

আরও পড়ুন-বিশ্বমঞ্চে ফের বাঙালির মুখ উজ্জ্বল করলেন অমর্ত্য সেন

ধৃত ওই চিনা ফৌজি ঝোঝিয়াং প্রদেশের শাংজিঝেনের বাসিন্দা। কর্পোরাল র্যাঙ্কের ওই ফৌজিকে আপাতত হেফাজতে নিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়াং ইয়া লং নামে এক পিএলএস সেনাকে পূর্ব লাদাখের ডেমচকে গ্রেফতার করা হয়েছে। এলএসি পার করে  সে ভারতীয় সীমান্তে ঢুকে পড়েছিল।

আরও পড়ুন-ভালবাসার ছবির পর এবার প্রকাশ্যে অনুষ্কার বেবি বাম্প, অন্তর্জালে ঝড় তুলছেন বিরাট-ঘরণী

এদিকে, পিএলএ-র তরফে ওই সেনাকে কোথায় রাখা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে।  এলএসি পার করে ভারতীয় সীমান্তে ঢুকে পড়া ওই চিনা সেনা কোনও চরবৃত্তির কাজে জড়িত কিনা তা জানার চেষ্টা চলছে। তবে তাকে খাবার, গরম জামাকাপড়, অক্সিজেন দিয়েছে ভারতীয় সেনা। নিয়ম অনুযায়ী তাকে চুশুলের মলডোতে চিনা সেনার হাতে তুলে দেওয়া হবে। 

.