সাংসদ পদ খোয়ালেন লালু

দু`দশক ধরে রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব ভারতীয় রাজনীতিতে রাজ করেছেন। লাখ জনতার উপস্থিতিতে সমাবেশের শীর্ষে থেকেছেন। দেশের সবচেয়ে বড় নিয়োগকারী সংস্থা ভারতীয় রেলের মন্ত্রক সামলেছেন। আর আজ দুর্নীতির দায়ে সাংসদ পদ খোয়ালেন পক্ককেশ সদা রসিক এই পোর খাওয়া রাজনীতিবিদ। জের সুপ্রিম কোর্টের কড়া রায়ের। ৯৭০ কোটি টাকার পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় ৫ বছরের জেল হয়েছে লালু প্রসাদ যাদবের।

Updated By: Oct 22, 2013, 04:25 PM IST

দু`দশক ধরে রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব ভারতীয় রাজনীতিতে রাজ করেছেন। লাখ জনতার উপস্থিতিতে সমাবেশের শীর্ষে থেকেছেন। দেশের সবচেয়ে বড় নিয়োগকারী সংস্থা ভারতীয় রেলের মন্ত্রক সামলেছেন। আর আজ দুর্নীতির দায়ে সাংসদ পদ খোয়ালেন পক্ককেশ সদা রসিক এই পোর খাওয়া রাজনীতিবিদ। জের সুপ্রিম কোর্টের কড়া রায়ের। ৯৭০ কোটি টাকার পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় ৫ বছরের জেল হয়েছে লালু প্রসাদ যাদবের।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সাংসদ পদ খোয়াচ্ছেন জনতা দলের(ইউ) সাংসদ জগদীশ শর্মাও। অপরাধ সেই একই। পাহাড় প্রমাণ দুর্নীতি। সুপ্রিম কোর্টের নির্দেশে জেরে এই প্রথম কোনও লোকসভা সাংসদের পদ খারিজ হল। এর আগে রাজ্য সভা সাংসদ রশিদ মাসুদের পদ খারিজ করা হয়।
পাটনা থেকে ৩৫০ কিলোমিটার দূরে রাঁচির জেলে এখন দিন কাটছে লালুর। এখন আরজেডির কাছে লাখ টাকার প্রশ্ন কে লালুহীন সাম্রাজ্যের নেতৃত্ব দেবে। লোকসভা নির্বচন এগিয়ে আসায় প্রশ্ন উঠবে দলের অবস্থান নিয়েও। লালুর দুই পুত্র এখন দলকে নেতৃত্ব দেবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

.