জামিন মঞ্জুর, জেল থেকে ছাড়া পাচ্ছেন লালুপ্রসাদ যাদব

 শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে, AIIMS-ভর্তি ছিলেন। এখনও সেখানেই আছেন বলে জানা যাচ্ছে।

Updated By: Apr 17, 2021, 02:09 PM IST
জামিন মঞ্জুর, জেল থেকে ছাড়া পাচ্ছেন লালুপ্রসাদ যাদব

নিজস্ব প্রতিবেদন: পশুখাদ্য দুর্নীতি মামলায় জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। শনিবার তাঁর জামিন  মঞ্জুর  হয়ে যায়। ‘দুমকা ট্রেজারি’ মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পশুখাদ্য মামলায় দোষী প্রমাণিত হয়েছিলেন লালু। অবশেষে তিনি জেল থেকে ছাড়া পাচ্ছেন। এর আগে তিনটি মামলায় জামিন হয়েছে তাঁর। 

পশুখাদ্য দুর্নীতির চারটি মামলায় ২০১৭-র ডিসেম্বরে গ্রেফতার হয় লালু। এরপর ১৯ ফেব্রুয়ারি লালুর জামিনের আর্জি করা হলে, তা খারিজ করে দেয় ঝাড়খন্ড হাইকোর্ট। মোট ৭ বছরের জেল হয়েছিল লালু প্রসাদ যাদবের। দুমকা কোষাগার থেকে ৩ কোটি ১৩ লক্ষ টাকা চুরি করার অভিযোগ উঠেছিল তাঁর  বিরুদ্ধে। 

তবে তিনি শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে, ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে ভর্তি ছিলেন। কারহার বাসের চেয়ে সেখানেই বেশি সময় কাটিয়েছেন। শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে, AIIMS-ভর্তি ছিলেন। এখনও সেখানেই আছেন বলে জানা যাচ্ছে।

Tags:
.