লস্কর-ই-ইসলাম প্রধান কায়ুমকে ঝাঁঝরা করে দিল সেনা বাহিনী

Updated By: Sep 26, 2017, 07:56 PM IST
লস্কর-ই-ইসলাম প্রধান কায়ুমকে ঝাঁঝরা করে দিল সেনা বাহিনী

ওয়েব ডেস্ক : উরি এনকাউন্টারে নিহত হল লস্কর-ই-ইসলাম প্রধান কায়ুম নজর। লাছিপোরা থেকে উরিতে অনুপ্রবেশের সময় সেনার গুলিতে নিহত হয় লস্কর-ই-ইসলাম প্রধান কায়ুম নজর। 

রিপোর্টে প্রকাশ, বছর ৪৩-এর কায়ুম নজর সোপরের বাসিন্দা। হিজবুল মুজাহিদিন থেকে সরে গিয়ে লস্কর-ই-ইসলাম গঠন করে কায়ুম নজর। হিজবুল থেকে বেরিয়ে নয়া জঙ্গি সংগঠন গড়তেই সোপর থেকে পাকিস্তানে পাড়ি দেয় কায়ুম। গ্রাম প্রধান খুন থেকে শুরু করে একাধিক খুনে মূল মাথা এই কুখ্যাত জঙ্গি।

জানা যাচ্ছে, জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় মোবাইলের টাওয়ারে হামলার ঘটনায় হাত রয়েছে কায়ুমের। আর সেই কারণেই মোবাইল টাওয়ার টেররিস্ট হিসবেই বেশি পরিচিত ছিল লস্কর-ই-ইসলাম প্রধান।  

.