সারদা-কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল বামেরা

সারদা-কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বাম প্রতিনিধিরা। সারদার জাল ছড়িয়েছে একাধিক রাজ্যে, অসম-ত্রিপুরা সিবিআই তদন্তে রাজি হয়েছে। তাহলে এ রাজ্যে সিবিআই তদন্ত হবে না কেন? প্রধানমন্ত্রীর কাছে এই প্রশ্ন তোলেন শ্যামল চক্রবর্তী, সীতারাম ইয়েচুরিরা। কুণাল ঘোষের গ্রেফতার ও সারদা-কাণ্ডে তৃণমূলের নাম জড়ানোর বিষয়টিও তাঁরা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। রাজ্যে চিটফান্ডের রমরমার জন্য বাম সরকারকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল।

Updated By: Dec 11, 2013, 07:26 PM IST

সারদা-কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বাম প্রতিনিধিরা। সারদার জাল ছড়িয়েছে একাধিক রাজ্যে, অসম-ত্রিপুরা সিবিআই তদন্তে রাজি হয়েছে। তাহলে এ রাজ্যে সিবিআই তদন্ত হবে না কেন? প্রধানমন্ত্রীর কাছে এই প্রশ্ন তোলেন শ্যামল চক্রবর্তী, সীতারাম ইয়েচুরিরা। কুণাল ঘোষের গ্রেফতার ও সারদা-কাণ্ডে তৃণমূলের নাম জড়ানোর বিষয়টিও তাঁরা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। রাজ্যে চিটফান্ডের রমরমার জন্য বাম সরকারকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল।

বাম আমলের ঘটনাও সিবিআই তদন্তের আওতায় এলে তাঁদের আপত্তি নেই বলে প্রধানমন্ত্রীকে জানান শ্যামল চক্রবর্তী। বাম প্রতিনিধিদের প্রধানমন্ত্রী বলেন, সিবিআই তদন্তের বিষয়টি রাজ্যের এক্তিয়ারে। এ ক্ষেত্রে কেন্দ্রের তেমন কিছু করার নেই। তবে, বামেদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

তৃণমূল সাংসদ কুণাল ঘোষের গ্রেফতারের পর সারদাকাণ্ডের সিবিআই তদন্তের দাবিতে জোরালোভাবে সরব হয়েছে বামফ্রন্ট৷ কয়েকদিন আগেই সংসদ ভবনের বাইরে ধর্নায় বসেন বাম সাংসদেরা৷ সেখানে যোগ দেন সমাজবাদী পার্টির সভাপতি মুলায়ম সিংহ যাদবও৷ বামেদের পাল্টা বিক্ষোভও দেখায় তৃণমূল কংগ্রেসও৷

.