গোয়াল ঘরে চিতাবাঘ
চুপ করে গোয়ালঘরে লুকিয়ে ছিল চারপেয়েটি। মানুষের পায়ের শব্দ পেয়েই একলাফ। সোজা এক কিশোরের ঘাড়ে থাবা। আহত হয়ে হাসপাতালে ভর্তি ওই কিশোর।
ওয়েব ডেস্ক: চুপ করে গোয়ালঘরে লুকিয়ে ছিল চারপেয়েটি। মানুষের পায়ের শব্দ পেয়েই একলাফ। সোজা এক কিশোরের ঘাড়ে থাবা। আহত হয়ে হাসপাতালে ভর্তি ওই কিশোর।
ততক্ষণে খবর ছড়িয়ে পড়েছে ওড়িশার বালাঙ্গির কুরুলি গ্রামে। শুরু হয়ে গিয়েছে হুড়োহুড়ি। প্রথমে চারপেয়েকে বাগে আনার চেষ্টা করে স্থানীয় বন দফতর। না পারলে খবর যায় হিরাকুদ ওয়াইল্ডলাইফ ডিভিশনে। খাঁচাবন্দি হওয়ার আগে দুজনকে জখম করে চিতাবাঘটি। জখমদের মধ্যে রয়েছেন একজন রেঞ্জ অফিসার। প্রসঙ্গত, লোকালয়ে বাঘ ঠুকে পড়ার বিষয়টি দেশের নানা প্রান্তেই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বন দফতরের পক্ষে বিভিন্ন স্টাডি চালিয়ে এর কারণ ও প্রতিকার বিষয়ে চর্চা চললেও, সমস্যাটির সমাধান এখনও অবধি দূরস্ত। (আরও পড়ুন- রাজ্যের মন্ত্রীদের জন্য যোগীর 'কোড অফ কনডাক্ট')