22 July 2022, 18:45 PM
কলকাতা থেকে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রথম হয়েছেন তানভি আগরওয়াল
22 July 2022, 14:45 PM
২০২২ সালের পাশের হার কমেছে ৪.৬৪ শতাংশ। ২০২১ সালে পাশের হার ছিল ৯৯.০৪ শতাংশ। ২০২২ সালে পাশের হার হয়েছে ৯৪.৪০ শতাংশ।
22 July 2022, 14:45 PM
মেয়েদের মধ্যে পাশের হার ৯৫.২১ শতাংশ। অন্যদিকে ছেলেদের পাশের হার ৯৩.৮০ শতাংশ। এছাড়াও তৃতীয় লিঙ্গের পড়ুয়াদের পাশের হার ৯০ শতাংশ।
22 July 2022, 14:45 PM
২০২২ সালের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ১.৪১ শতাংশ বেশি।
22 July 2022, 14:30 PM
দশম শ্রেণির ফলাফলেও এগিয়ে তিরুবনন্তপুরম অঞ্চল। পাশের হার ৯৯.৬৮ শতাংশ
22 July 2022, 14:30 PM
সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল দেখা যাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে। cbseresults.nic.in এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফলাফল।
22 July 2022, 14:15 PM
প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল
22 July 2022, 14:00 PM
সব প্রস্তুতি শেষ সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করা হবে খুব তারাতারি।
22 July 2022, 11:45 AM
সিবিএসই দ্বাদশের ফলাফল ঘোষণা করার সময় কোনও মেধা তালিকা ঘোষণা করেনি। বোর্ড ফলাফল প্রকাশ করলেও তাদের পক্ষ থেকে কোনও শীর্ষস্থানাধিকারীর নাম পাঠানো হয়নি। এরফলে মনে করা হচ্ছে কে আজ প্রকাশিত হতে চলা দশম শ্রেণির ফলাফলেও কোনও মেধা তালিকা প্রকাশ করা হবে না।
22 July 2022, 11:30 AM
যে সমস্ত ছাত্রছাত্রীরা সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা দিয়েছে তাদের ফলাফল দেখার জন্য নিজের স্কুলের নম্বর এবং সিবিএসই-র রোল নম্বরের প্রয়োজন হবে।
22 July 2022, 11:30 AM
সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল প্রকাশ পাবে আজ দুপুর ২টোয়। শিক্ষার্থীদের নম্বর ৩০:৭০ অনুপাতে গণনা করা হবে। টার্ম ১ থেকে ৩০ শতাংশ নম্বর এবং টার্ম ২ এর ৭০ শতাংশ নিয়ে নম্বর গণনা করা হবে বলে জানা গিয়েছে।