Independence Day: দেশে বড় পরিবর্তন, সংস্কার করতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন: প্রধানমন্ত্রী মোদী

মানুষের মধ্যে নতুন চেতনার তৈরি হোক, বার্তা নমোর।

Last Updated: Sunday, August 15, 2021 - 09:22
Independence Day: দেশে বড় পরিবর্তন, সংস্কার করতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন: প্রধানমন্ত্রী মোদী
ফোটো- ANI

নিজস্ব প্রতিবেদন: ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীকে টুইট বার্তা দিলেন মোদী। লালকেল্লায় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। তাঁর আগে টুইটে তিনি লিখলেন, 'স্বাধীনতার অমৃত মহোৎসব দেশবাসীকে নতুন শক্তি দিক। মানুষের মধ্যে নতুন চেতনার তৈরি হোক।' স্বাধীনতা দিবসের প্রাক্কালে শনিবার দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ ভাগের স্মৃতি উস্কে  ১৪ অগাস্ট দিনটি Partition Horrors Remembrance Day হিসেবে পালনের ঘোষণা করেছেন তিনি। দেশভাগের সময় যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের স্মরণও করেছেন নমো। রবিবার লাল কেল্লায় কোভিড বিধি মেনেই পালন করা হবে স্বাধীনতা দিবস। দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। 

15 August 2021, 09:00 AM

দেশের সব সৈনিক স্কুলে ছাত্রীদের পড়ার ব্যবস্থার ঘোষণা প্রধানমন্ত্রীর

15 August 2021, 08:30 AM

প্রধানমন্ত্রীর বক্তব্য, বড় পরিবর্তন, বড় সংস্কার আনতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। আজ, বিশ্ব দেখতে পাচ্ছে যে ভারতে রাজনৈতিক সদিচ্ছার অভাব নেই। সংস্কার আনতে ভালো ও স্মার্ট গভর্নেন্স দরকার। ভারত কিভাবে শাসনের নতুন অধ্যায় লিখছে তার সাক্ষী বিশ্ব। 

15 August 2021, 08:30 AM

ভারতকে নিশ্চিত করতে হবে যে দলিত, অনগ্রসর শ্রেণী এবং EWS এগিয়ে যাচ্ছে। সম্প্রতি চিকিৎসা শিক্ষায় ওবিসি সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে। ওবিসি তালিকা এখন রাজ্যগুলি দ্বারা তৈরি করা যেতে পারে। আমাদের নিশ্চিত করতে হবে যে উন্নয়ন যেন হয়: প্রধানমন্ত্রী মোদী লাল কেল্লায় বলেন।

15 August 2021, 08:15 AM

জম্মু-কাশ্মীরে উদযাপিত হল স্বাধীনতা দিবস। 

15 August 2021, 08:15 AM

উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। উত্তর -পূর্ব অঞ্চল, জম্মু -কাশ্মীর, হিমালয় অঞ্চল, লাদাখ, উপকূলীয় অঞ্চল এবং উপজাতীয় অঞ্চল ভবিষ্যতে ভারতের উন্নয়নের ভিত্তি তৈরি করবে। জম্মু ও কাশ্মীরে কমিশন গঠন করা হয়েছে এবং ভবিষ্যতে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে: লাল কেল্লায় প্রধানমন্ত্রী।  

15 August 2021, 08:15 AM

''হাসপাতালে নয়া অক্সিজেন প্লান্ট। স্বাস্থ্য পরিষেবায় বিশেষ নজর। উত্তর-পূর্বে শিগগির রেল যোগাযোগ তৈরি হবে। আগামী ২৫ বছর অমৃতকাল। ছোট কৃষকদের পাশে নানা সংযোজন। তাদের পাশে থাকবে সরকার। বিজ্ঞানভিত্তিক কৃষিতে জোর দেওয়া হবে। কম সুদে ঋণের ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই'', এদিন বললেন প্রধানমন্ত্রী। 

15 August 2021, 08:00 AM

''দেশজুড়ে ওষুধের কম দামের ব্যবস্থা করা হবে।  সবার জন্য উজ্জ্বলা থেকে আয়ুষ্মান যোজনার ব্যবস্থা করছে সরকার। এটাই কাজ করার আসল সময়। সবার সাথ, সবার বিকাশ, সবার প্রয়াস এই লক্ষ্যে পৌঁছতে দেরি হবে না। উত্তর-পূর্ব ভারতের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সেখানকার ৭ রাজ্যের পর্যটনে জোর দেওয়া হবে'', বললেন মোদী। 

15 August 2021, 08:00 AM

লালকেল্লা থেকে মোদী বলেন, ''৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন। ১০০ শতাংশ ঘরে বিদ্যুৎ। গ্রাম ও শহরের মধ্যে কোনও ফারাক থাকবে না। সবচেয়ে বড় ভ্যাকসিন কর্মসূচি হয়েছে বাংলায়। ৫৮ কোটি ভ্যাকসিনেশন হয়েছে। প্রতিটি ঘরে শৌচালয় ও পাণীয় জল পৌঁছে দেবে সরকার। দ্রুততার সঙ্গে দেশের উন্নতির কাজ শুরু করতে হবে। প্রযুক্তিতে যেন পিছিয়ে না থাকে দেশ।'' 

15 August 2021, 07:45 AM

ইন্দো-তিব্বত বর্ডার পুলিস (ITBP) জওয়ানরা লাদাখের Pangong Tso-র তীরে স্বাধীনতা দিবস ২০২১ উদযাপন করছে।

15 August 2021, 07:45 AM

কোভিড চলাকালীন ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, স্যানিটেশন কর্মী, বিজ্ঞানী যাঁরা ভ্যাকসিন তৈরি করছিলেন সেই সমস্ত করোনা যোদ্ধাদের আমার শ্রদ্ধা। লালকেল্লা থেকে বললেন প্রধানমন্ত্রী। 

15 August 2021, 07:45 AM

টোকিও অলিম্পিকে যেসব ক্রীড়াবিদ আমাদের গর্বিত করেছেন তাঁরা আজ আমাদের মাঝে আছেন। আমি জাতির প্রতি আহ্বান জানাই আজ তাদের কৃতিত্বকে সাধুবাদ জানাতে। তারা শুধু আমাদের হৃদয়ই জেতেনি, ভবিষ্যত প্রজন্মকেও অনুপ্রাণিত করেছে: প্রধানমন্ত্রী মোদী।

15 August 2021, 07:30 AM

মোদী বলেন, ''বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানাই। স্বাধীনতা দিবসে সকলকে শ্রদ্ধা। দেশ ভাগের স্মৃতি উস্কে  ১৪ অগাস্ট দিনটি Partition Horrors Remembrance Day হিসেবে পালন করা হবে।'' 

15 August 2021, 07:30 AM

স্বাধীনতা দিবসে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

15 August 2021, 07:30 AM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লাল কেল্লায় গার্ড অফ অনার দেওয়া হল।

15 August 2021, 07:15 AM

জাতীয় পতাকা নিরাপত্তায় পাঁচজন অফিসার এবং ভারতীয় সেনা, ভারতীয় নৌবাহিনী, আইএএফ এবং দিল্লি পুলিস থেকে ১৩০ জন আধিকারিক।

15 August 2021, 07:15 AM

পতাকা উত্তোলন: প্রধানমন্ত্রী যখন পতাকা উত্তোলন করবেন, তখন 'রাষ্ট্রীয় স্যালুট' দেওয়া হবে। ৭৫ তম স্বাধীনতা দিবসে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

15 August 2021, 07:15 AM

দিল্লির লালকেল্লায় অমৃত মহোৎসব। ইতিমধ্যেই রাজঘাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

15 August 2021, 07:15 AM

লাল কেল্লার থেকে জাতীয় পতাকা উত্তোলনের সময় ভারতীয় বায়ুসেনার (IAF) দুটি Mi-17 1V হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে।