জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার ফের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক চলবে লোকসভায়। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলোচনায় অংশ নেবেন। দুপুর ১২টায় লোকসভায় বলা শুরু করেন রাহুল গান্ধী।

কংগ্রেস দল বুধবার সকাল সাড়ে ১০টায় দলের সংসদীয় কার্যালয়ে তাদের লোকসভা সাংসদদের একটি বৈঠক ডাকে। জানা গিয়েছে অনাস্থা বিতর্কে বক্তা হিসেবে বিজেপির হয়ে থাকবেন স্মৃতি ইরানি, হিনা গাভিত এবং নির্মলা সীতারামন।

বিরোধীরা প্রশ্নোত্তর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই লোকসভায় 'প্রধানমন্ত্রী সদন মে আও' স্লোগান দেয়, হাউসে প্রধানমন্ত্রী মোদীর অনুপস্থিতিতে তাদের অসন্তোষ প্রকাশ করেন তাঁরা।

অনাস্থা প্রস্তাবের বিতর্কের দ্বিতীয় দিনে লোকসভার কার্যবিবরণী প্রধানমন্ত্রী মোদীর হাউসে অনুপস্থিতি নিয়ে বিরোধী সদস্যদের হট্টগোলের কারণে দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়। এরপরে ১২টায় ফের শুরু হয় কাজ। সেই সময় বলা শুরু করেন রাহুল গান্ধী।

Section: 
English Title: 
Rahul gandhi speaks in lok sabha on no confidence motion
Home Title: 
'মণিপুরে ভারতকে হত্যা করেছেন মোদী', সংসদে রাহুল
No Confidence Motion: 'মণিপুরে ভারতকে হত্যা করেছেন মোদী', সংসদে রাহুল
Mobile Title: 
'মণিপুরে ভারতকে হত্যা করেছেন মোদী', সংসদে রাহুল
Is Breaking News: 
No