দেশে ফের জরুরি অবস্থার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে, বিস্ফোরক মন্তব্য আডবাণীর

দেশে ফের জরুরি অবস্থার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এক ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাত্‍কারে বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। তিনি বলেছেন, গণতন্ত্রকে যারা ধ্বংস করতে পারে, যারা সাংবিধানিক ও আইনি বিধিনিষেধ মানে না, এমন শক্তি ফের সক্রিয় হয়েছে।

Updated By: Jun 18, 2015, 01:27 PM IST
দেশে ফের জরুরি অবস্থার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে, বিস্ফোরক মন্তব্য আডবাণীর

ওয়েব ডেস্ক: দেশে ফের জরুরি অবস্থার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এক ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাত্‍কারে বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। তিনি বলেছেন, গণতন্ত্রকে যারা ধ্বংস করতে পারে, যারা সাংবিধানিক ও আইনি বিধিনিষেধ মানে না, এমন শক্তি ফের সক্রিয় হয়েছে।

আগামী ২৫ জুন জরুরি অবস্থা জারির চল্লিশ বছর পূর্তি। সাক্ষাত্‍কারে তা নিয়েই প্রশ্ন করা হয়েছিল জরুরি অবস্থায় জেল খাটা আডবাণীকে। তিনি বলেছেন, গত চল্লিশ বছরে এমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি যাতে, মৌলিক অধিকারগুলি সুরক্ষিত থাকে। তবে এখন জরুরি অবস্থা জারি করা যে কারও পক্ষেই সহজ হবে না তা জানাতে ভোলেননি তিনি। কিন্তু, কেন্দ্রে বিজেপি যখন ক্ষমতায় তখন একথা বললেন কেন বাজপেয়ী সরকারের উপপ্রধানমন্ত্রী? তাঁর নিশানায় কি মোদী সরকার? উঠছে প্রশ্ন।

.