গুরুগ্রামে পঙ্গপালের হানা, ফরিদাবাদ দাপিয়ে যোগী রাজ্যের দিকে রাক্ষুসে পতঙ্গের দল

বাতাসের গতি প্রতিকূল থাকায় দিল্লির দিকে যেতে পারেনি পঙ্গপালের ঝাঁক

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Jun 27, 2020, 05:39 PM IST
গুরুগ্রামে পঙ্গপালের হানা, ফরিদাবাদ দাপিয়ে যোগী রাজ্যের দিকে রাক্ষুসে পতঙ্গের দল
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: কিছুদিন চুপচাপ থাকার পর ফের সক্রিয় পঙ্গলাল। শনিবার সকালে রাজধানীর নাকের ডগায় গুরুগ্রামে হানা দিল পঙ্গপালের ঝাঁক।

সকাল এগারোটা নাগাদ গুরুগ্রামের ডিএলএফ ফেজ-১ ও এমজি রোডে হানা দেয় লাখ লাখ পঙ্গপাল। আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। পরে তা ফরিদাবাদের দিকে ঘুরে যায়।

আরও পড়ুন-বেসরকারি ক্ষেত্রে করোনা চিকিৎসার খরচ বেঁধে দিল রাজ্য সরকার

ফরিদাবাদের ডিসি যশপাল যাদব সংবাদমাধ্যমে জানিয়েছেন, দুপুরে ফরিদাবাদে পঙ্গপালের ঝাঁক ঢুকে পড়েছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা তৈরি। এখনও পর্যন্ত ফসলের কোনও ক্ষতি হয়নি। মাঠ এখনও এরা নামেনি।

এদিকে, বাতাসের গতি প্রতিকূল থাকায় দিল্লির দিকে যেতে পারেনি পঙ্গপালের ঝাঁক। লোকাস্ট ওয়ার্নিং সেন্টারের ডিরেক্টর কে এল গুজ্জর সংবাদমাধ্যমে জানিয়েছেন, গুরুগ্রামের ওপরে দেখা গিয়েছে পঙ্গপালের ঝাঁককে। বাতাসের  গতি বিরুদ্ধে থাকায় পঙ্গপালরা রাজধানীর দিকে যেতে পারেনি।  ফলে ঝাঁকটি এখন ফরিবাদাদ হয়ে উত্তর প্রদেশের দিকে চলে যাবে।

আরও পড়ুন-বহু কোটি টাকার দুর্নীতি, সোনিয়া ঘনিষ্ঠ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলকে টানা জেরা ইডির

পঙ্গপাল হানার কথা মাথায় রেখে গুরুগ্রামের বাসিন্দাদের ঘরে জানালা-দরজা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাতি টিন বাজিয়ে পঙ্গপাল তাড়ানোর কথা বলা হয়েছে। অন্যদিকে, চাষীদের স্প্র করার পাম্প প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। 

.