বেসরকারি ক্ষেত্রে করোনা চিকিৎসার খরচ বেঁধে দিল রাজ্য সরকার
গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন অনেক জায়গাতেই কোভিড পরীক্ষার জন্য সাড়ে ৪ হাজার টাকা নেওয়া হচ্ছিল। এখন থেকে সেটা ২,২৫০ টাকার বেশি নেওয়া যাবে না।
নিজস্ব প্রতিবেদন: সরকারি ক্ষেত্রে কোভিড পরীক্ষা হয় বিনামূল্যে। এবার বেসরকারী পরীক্ষাগার এবং হাসপাতালেও করোনা পরীক্ষার খরচ বেঁধে দিল রাজ্য সরকার। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন অনেক জায়গাতেই কোভিড পরীক্ষার জন্য সাড়ে ৪ হাজার টাকা নেওয়া হচ্ছিল। এখন থেকে সেটা ২,২৫০ টাকার বেশি নেওয়া যাবে না।
আরও পড়ুন: তরুণীকে কুপ্রস্তাব, দুপক্ষের সংঘর্ষে বোমাবাজি, উত্তপ্ত গাইঘাটা
সেইসঙ্গে বেসরকারী হাসপাতালে প্রতিদিন PPE এবং অন্যান্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের জন্য অনেক বেশি টাকা নেওয়া হচ্ছিল। রাজ্য সরকারের নয়া নির্দেশিকা অনুযায়ী এখন থেকে প্রতিদিন PPE-র জন্য ১ হাজার টাকার বেশি নেওয়া যাবে না।
আরও পড়ুন: সমস্যার কথা জানিয়ে ডাকতে আসে প্রতিবেশী, বাড়ি থেকে বেরোতেই পিছন থেকে কাউন্সিলরকে কোপ!
এ ছাড়া ভর্তি থাকা রোগীদের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শে জন্যও ১ হাজার টাকার বেশি কোনও ভাবেই নেওয়া যাবে না। অর্থাত্ সব মিলিয়ে বেসরকারি হাসপাতালে দিন প্রতি কোভিড রোগীদের চিকিত্সায় খরচ পড়বে ৪,২৫০ টাকা।