সকালেই লম্বা লাইন অনন্তনাগে, ভোটগ্রহণ শুরু হতেই গ্রেনেড হামলা পুলওয়ামার এক বুথে
এবার লোকাসভা নির্বাচনে কোনও রাজনৈতিক দলই তেমনভাবে প্রচারে নামেনি
নিজস্ব প্রতিবেদন: এমনিতেই জম্মু ও কাশ্মীরে গত দফাগুলিতে ভোটপড়ার হার একবারে কম। প্রচারেও উত্সাহ নেই দলগুলির। এর মধ্যে সোমবার সকালে ভোটগ্রহণ শুরু হতেই গ্রেনেড হামলা হল পুলওয়ামার একটি বুথে। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে বুথের বাইরে গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। তবে এটি জঙ্গি হামলা কিনা তা এখনও স্পষ্ট নয়।
Jammu and Kashmir: Visuals from a polling booth in Khrew area of Pulwama( Anantnag Lok Sabha seat) #LokSabhaElections2019 pic.twitter.com/R2j2vf1ID3
— ANI (@ANI) May 6, 2019
আরও পড়ুন-বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ, অর্জুন-পুলিস হাতাহাতি
এদিকে গ্রেনেড বিস্ফোরণের খবর সত্বেও পুলওয়ামার বিভিন্ন বুথে লম্বা লাইন ভোটারদের। অনন্তনাগ লোকসভা আসনের মধ্যে পড়ে পুলওয়ামা। সেখানে খেরু বুথে লাইন দাঁড়িয়ে বয়স্ক মহিলারাও।
আরও পড়ুন-জরুরি অবতরণের সময়ে আগুনের গ্রাসে রুশ বিমান, মৃত কমপক্ষে ৪১
গত ১৪ ফেব্রুয়ারিতে সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণের পর থেকেই এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি এখনও যে স্বাভাবিক তা বলা যায় না। এবার লোকাসভা নির্বাচনে কোনও রাজনৈতিক দলই তেমনভাবে প্রচারে নামেনি। ফলে ভোট যে খুব বেশি পড়বে না আশঙ্কাই করছে রাজনৈতিক মহল।