কান্ধমালে মাও হানা; ভোটকর্মীদের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ-গুলি, নিহত নির্বাচনী পর্যবেক্ষক

ফিরিঙ্গিয়ায় ভোট কেন্দ্রে দুটি গাড়ি চেপে যাচ্ছিলেন ভোটকর্মীরা। তাদের দুটি এসইউভি জ্বালিয়ে দেয় মাওবাদীরা

Updated By: Apr 18, 2019, 08:33 AM IST
কান্ধমালে মাও হানা; ভোটকর্মীদের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ-গুলি, নিহত নির্বাচনী পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগের দিনই ওড়িশায় আঘাত হানল মাওবাদীরা। কান্দামালে এক নির্বাচনী পর্যবেক্ষককে গুলি করে মারল তারা। নিহত ওই ভোটকর্মীর নাম সংযুক্তা দিগাল।

আরও পড়ুন-আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ

বুধবার কান্ধমালের বারলা গ্রামে মাওবাদীরা একদল ভোটকর্মীদের গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায়। কিন্তু তাতে গাড়িটির ক্ষতি হলেও ভোটকর্মীদের কিছু হয়নি। এরপরই গাড়িটি লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। এতেই মারা যান সংযুক্তা দিগাল। গাড়িতে থাকা অন্যান্য কর্মীরা নিরাপদেই রয়েছেন।

ওই ঘটনায় শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। টুইটে চিনি মন্তব্য করেছেন, কান্দামালে নির্বাচনী পর্যবেক্ষক সংযুক্তা দিগালের মৃত্যুতে শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আরও পড়ুন-ওড়িশায় প্রধানমন্ত্রীর চপারে তল্লাশি, বরখাস্ত নির্বাচনী পর্যবেক্ষক

অন্যদিকে, ফিরিঙ্গিয়ায় ভোট কেন্দ্রে দুটি গাড়ি চেপে যাচ্ছিলেন ভোটকর্মীরা। তাদের দুটি এসইউভি জ্বালিয়ে দেয় মাওবাদীরা। আগুনে পুড়ে গিয়েছে তাদের সঙ্গে থাকা ইভিএম ও ভিভিপ্যাট। তবে ১৩ ভোটকর্মীকে গাড়ি থেকে নামিয়ে দিয়েই তাতে আগুন দেয় মাওবাদীরা। প্রসঙ্গত, ওড়িশায় আজ রাজ্যের ৫ লোকসভা আসনে ভোট নেওয়া হচ্ছে।

.