পটনা সাহিবে শত্রুঘ্নকে সরিয়ে রবিশঙ্কর, বিহারে ৪০ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনডিএ-র
অধিকাংশ সংসদকেই এবার ফের টিকিট দিয়েছে বিজেপি
নিজস্ব প্রতিবেদন: শত্রুঘ্ন সিনহার জায়গায় রবিশঙ্কর প্রসাদকে পটনা সাহিব আসনে দিয়ে বিহারে ৪০ লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করল এনডিএ। ১৭টি করে আসনে প্রার্থী দিয়েছে বিজেপি ও জেডিইউ। লোক জনশক্তি লড়াই করছে ৬ আসনে।
অধিকাংশ সংসদকেই এবার ফের টিকিট দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী রাধা মোহন সিং, রাম কৃপাল যাদব, রাজীব প্রতাপ রুডি, রাজ কুমার সিং রয়েছেন সেই তালিকায়।
BJP in-charge for Bihar, Bhupendra Yadav: Ramkirpal Yadav to contest from Patliputra, RK Singh from Arrah, Aswani Choubey from Buxar, Radha Mohan Singh from East Champaran, Rajiv Pratap Rudy from Saran. #LokSabhaElections2019 pic.twitter.com/obpluOwQhJ
— ANI (@ANI) March 23, 2019
আরও পড়ুন-বিড়ির আগুন থেকে হাওড়া-ফলকনুমা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড
গিরিরাজ সিংয়ের আসনটি নিয়ে সমস্যা ছিল। ২০১৪ সালে তিনি জেতেন নওয়াদা আসন থেকে। তিনি ওই আসনেই লড়াই করার কথা বলে আসছিলেন। কিন্তু তাঁকে দেওয়া হয়েছে বেগুসরাইয়ে। নওয়াদা আসনটি গিয়েছে রাম বিলাস পাশোয়ানের লোক জনশক্তি পার্টির ঘরে।
অন্যদিকে, জেডিইউ পূর্ণিয়া আসনে ফের দাঁড় করিয়েছে সন্তোষ কুমার কুশওয়াহাকে। নালন্দা থেকে দাঁড় করানো হয়েছে কৌশলেন্দ্র কুমারকে।
আরও পড়ুন-সপ্তম প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস, রাজ বব্বর লড়বেন ফতেহপুর সিক্রি থেকেই
জেনে নিন কে কোন আসনে লড়াই করছেন
বিজেপি
পাটলিপুত্র-রামকৃপাল যাদব
পটনা সাহিব-রবিশঙ্কর প্রসাদ
আরা-রাজকুমার সিং
পূর্বা চম্পারণ-রাধা মোহন সিং
পশ্চিম চম্পারণ-সঞ্জয় জয়সোয়াল
শেওহার-রামা দেবী
মধুবনি-অশোক কুমার যাদব
দ্বারভাঙ্গা-গোপালজি ঠাকুর
মুজাফফরপুর-অজয় নিশাদ
মহারাজগঞ্জ-জনার্দন সিং
সারন-রাজীব প্রতাপ রুড়ি
বক্সার-অশ্বীনি কুমার চৌবে
সাসারাম-ছেদি পাশোয়ান
বেগুসরাই-গিরিরাজ সিং
আরারিয়া-প্রদীপ সিং
ঔরঙ্গাবাদ-সুশীল কুমার সিং
উজিরপুর-নিত্যানন্দ রাই
জেডিইউ
পূর্ণিয়া-সন্তোষ কুমার কুশওয়াহা
মাধেপুরা-দীনেশ যাদব
সুপৌল-দিলকেশ্বর কামাথ
কিষেণগঞ্জ-মাহমুদ আশরাফ
কাটিহার-দুলাচাঁদ গোষামী
সিওয়ান-কবিতা সিং
বাল্মিকীনগর-বৈদ্যনাথ মাহাতো
ঝাঁঝরপুর-রাম প্রতিপ মন্ডল
সীতামারি-ডা বরুণ কুমার
গয়া-বিজয় কুমার মাঝি
গোপালগঞ্জ-ডা অলোক সুমন
মুঙ্গের-রাজীব রঞ্জন সিং
বাঁকা-গিরিধারি যাদব
ভাগলপুর-অজয় কুমার মন্ডল
নালন্দা-কৌশলেন্দ্র কুমার
কারকাত-মহাবলী সিং
জাহানাবাদ-চন্দ্রেশ্বর প্রসাদ
লোক জনশক্তি পার্টি
হাজিপুর-পশুপতি কুমার পরশ(রামবিলাসের ভাই)
বৈশালী-বীণ দেবী
সমস্তিপুর-রামচন্দ্র পাশোয়ান
জামুই-চিরাগ পাশোয়ান
নওয়াদা-চন্দন কুমার
খাগাড়িয়া-এখনও ঘোষণা হয়নি।